Janmashtami Vastu Eating Tips: রাত পোহালেই জন্মাষ্টমী! ভুলেও মুখে তুলবেন না এই ৪ সবজি! রোগ-ব্যাধি-অভাবে ছারখার সংসার! ছিন্নভিন্ন জীবন!

Last Updated:
Janmashtami Vastu Eating Tips: যাঁরা ব্রত ও উপবাস পালন করছেন না, তাঁরাও নির্দিষ্ট আহারবিধি অনুসরণ করুন৷ মনে করা হয় এই রীতি নীতি পালন করলে সংসারে কোনও দুঃখ কষ্ট থাকে না৷ অর্থাভাব দূর হয়ে আসে ধনসম্পদের প্লাবন৷
1/6
 খাতায় কলমে পঞ্জিকা মতে জন্মাষ্টমী পালিত হবে ১৬ অগাস্ট, শনিবার৷ তবে এই পবিত্র তিথি শুরু হচ্ছে শুক্রবারই৷ দৃক সিদ্ধান্ত বা বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী জন্মাষ্টমী তিথি শুরু হচ্ছে ১৫ অগাস্ট, শুক্রবার রাত ১১.৫১ মিনিটে৷ এই পুণ্যতিথি থাকবে ১৬ অগাস্ট, শনিবার রাত ৯.৩৫ মিনিট পর্যন্ত৷ সেক্ষেত্রে উদয় তিথি অনুযায়ী জন্মাষ্টমী পালিত হবে শনিবার, ১৬ অগাস্ট৷ গুপ্ত প্রেস বা বেণীমাধব শীলের ফুল পঞ্জিকা মতে জন্মাষ্টমী শুরু হবে শুক্রবার রাত ১.১৬ মিনিটে৷ থাকবে শনিবার রাত ১০.৪৮ মিনিট পর্যন্ত৷
খাতায় কলমে পঞ্জিকা মতে জন্মাষ্টমী পালিত হবে ১৬ অগাস্ট, শনিবার৷ তবে এই পবিত্র তিথি শুরু হচ্ছে শুক্রবারই৷ দৃক সিদ্ধান্ত বা বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী জন্মাষ্টমী তিথি শুরু হচ্ছে ১৫ অগাস্ট, শুক্রবার রাত ১১.৫১ মিনিটে৷ এই পুণ্যতিথি থাকবে ১৬ অগাস্ট, শনিবার রাত ৯.৩৫ মিনিট পর্যন্ত৷ সেক্ষেত্রে উদয় তিথি অনুযায়ী জন্মাষ্টমী পালিত হবে শনিবার, ১৬ অগাস্ট৷ গুপ্ত প্রেস বা বেণীমাধব শীলের ফুল পঞ্জিকা মতে জন্মাষ্টমী শুরু হবে শুক্রবার রাত ১.১৬ মিনিটে৷ থাকবে শনিবার রাত ১০.৪৮ মিনিট পর্যন্ত৷
advertisement
2/6
এই পবিত্র দিনে যাঁরা ব্রত পালন করেন তাঁরা তো যথাবিধি আচার পালন করেন৷ আমিষ খাবার থেকে দূরে থেকে গ্রহণ করেন সাত্ত্বিক আহার৷ যাঁরা ব্রত ও উপবাস পালন করছেন না, তাঁরাও নির্দিষ্ট আহারবিধি অনুসরণ করুন৷ মনে করা হয় এই রীতি নীতি পালন করলে সংসারে কোনও দুঃখ কষ্ট থাকে না৷ অর্থাভাব দূর হয়ে আসে ধনসম্পদের প্লাবন৷ বলছেন জ্যোতিষ বিশারদ পণ্ডিত কল্কি রাম৷
এই পবিত্র দিনে যাঁরা ব্রত পালন করেন তাঁরা তো যথাবিধি আচার পালন করেন৷ আমিষ খাবার থেকে দূরে থেকে গ্রহণ করেন সাত্ত্বিক আহার৷ যাঁরা ব্রত ও উপবাস পালন করছেন না, তাঁরাও নির্দিষ্ট আহারবিধি অনুসরণ করুন৷ মনে করা হয় এই রীতি নীতি পালন করলে সংসারে কোনও দুঃখ কষ্ট থাকে না৷ অর্থাভাব দূর হয়ে আসে ধনসম্পদের প্লাবন৷ বলছেন জ্যোতিষ বিশারদ পণ্ডিত কল্কি রাম৷
advertisement
3/6
কী কী খাবেন এই তিথিতে, কোন খাবার থেকে দূরে থাকবেন, সে বিষয়ে নির্ধারিত বিধি আছে৷ সেই তালিকায় প্রথমেই আছে লাউ৷ জন্মাষ্টমীতে পরিবারের কোনও সদস্য লাউ খাবেন না৷ লাউয়ের তরকারি মুখে দেবেন না৷ তাহলে সংসারে রোগ ব্যাধি লেগেই থাকবে৷ শরীরে বায়ু পিত্ত ও কফের ভারসাম্য নষ্ট হবে৷
কী কী খাবেন এই তিথিতে, কোন খাবার থেকে দূরে থাকবেন, সে বিষয়ে নির্ধারিত বিধি আছে৷ সেই তালিকায় প্রথমেই আছে লাউ৷ জন্মাষ্টমীতে পরিবারের কোনও সদস্য লাউ খাবেন না৷ লাউয়ের তরকারি মুখে দেবেন না৷ তাহলে সংসারে রোগ ব্যাধি লেগেই থাকবে৷ শরীরে বায়ু পিত্ত ও কফের ভারসাম্য নষ্ট হবে৷
advertisement
4/6
জন্মাষ্টমীতে খাবেন না বিট এবং গাজর৷ বিজ্ঞান মতে এই দুই সবজি শীতকালীন৷ তাই গরমে এই দুই সবজি না খাওয়াই শ্রেয়৷ কারণ এই মরশুমে এই সবজিগুলিতে পোকা জন্মাতে পারে৷ নেগেটিভ শক্তি আকৃষ্ট হয় বাড়িতে৷ তাই বাড়িতে এই দুটি রান্না ও খাওয়া নিষিদ্ধ এই সময়ে৷
জন্মাষ্টমীতে খাবেন না বিট এবং গাজর৷ বিজ্ঞান মতে এই দুই সবজি শীতকালীন৷ তাই গরমে এই দুই সবজি না খাওয়াই শ্রেয়৷ কারণ এই মরশুমে এই সবজিগুলিতে পোকা জন্মাতে পারে৷ নেগেটিভ শক্তি আকৃষ্ট হয় বাড়িতে৷ তাই বাড়িতে এই দুটি রান্না ও খাওয়া নিষিদ্ধ এই সময়ে৷
advertisement
5/6
জন্মাষ্টমীর দিন আরও যে সবজি খাওয়া নিষিদ্ধ, তা হল মুলো৷ তাই এদিন মুলো, মুলোর তরকারি বা মুলোর শাক খাবেন না৷ তাহলে বাড়িতে অসুস্থতা লেগেই থাকবে৷
জন্মাষ্টমীর দিন আরও যে সবজি খাওয়া নিষিদ্ধ, তা হল মুলো৷ তাই এদিন মুলো, মুলোর তরকারি বা মুলোর শাক খাবেন না৷ তাহলে বাড়িতে অসুস্থতা লেগেই থাকবে৷
advertisement
6/6
মাছ, মাংস, মুসুরডাল-সহ সব তামসিক আহার এড়িয়ে চলুন জন্মাষ্টমী তিথিতে৷ দূরে থাকুন যে কোনো নেশাজাতীয় দ্রব্য থেকেও৷ (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)(সব ছবি-নেটমাধ্যম)
মাছ, মাংস, মুসুরডাল-সহ সব তামসিক আহার এড়িয়ে চলুন জন্মাষ্টমী তিথিতে৷ দূরে থাকুন যে কোনো নেশাজাতীয় দ্রব্য থেকেও৷ (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)(সব ছবি-নেটমাধ্যম)
advertisement
advertisement
advertisement