Jagaddhatri Puja 2023: সৌভাগ্য উদয়ে দশমীতে জগদ্ধাত্রীকে সিঁদুর ছোঁয়ান এই নিয়মে, জানুন জ্যোতিষকথা
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Jagaddhatri Puja 2023 Dasami: জ্যোতিষমতে, জগদ্ধাত্রী পুজোর রীতিতে কিছু টোটকা পালন করতে পারলে জীবনে শুভ ফল পাওয়া যাবে বলা হয়।
দেবী দুর্গারই অপর রূপ জগদ্ধাত্রী। শারদীয়া দুর্গাপুজোর পর কালীপুজো পার করে কার্তিক মাসে আসেন মা জগদ্ধাত্রী। পুজোর প্রচার ও প্রসার দুর্গাপুজো-কালীপুজোর মতো না হলেও একাধিক জায়গায় মহাসমারোহে এই পুজো হয়। মা দুর্গা দশভূজা সিংহবাহিনী, সেখানে জগদ্ধাত্রী সিংহবাহিনী দশভূজা। পশ্চিমবঙ্গে চন্দননগর ও কৃষ্ণনগরে খুবই বড় করে পুজো হয় জগদ্ধাত্রীর। এই মুহূর্তে জগদ্ধাত্রী পুজো চলছে। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
নতুন সিঁদুরের কৌটো কিনে পুজোর জগদ্ধাত্রী পুজোর দশমীর দিন পুরোহিতকে দিয়ে সেটি পুজো করিয়ে নিন। তারপর সেখান থেকে মায়ের চরণে কিছুটা সিঁদুর দিন। বাকিটা তুলে রাখুন। বাড়িতে কেউ সমস্যায় পড়লে সেই সিঁদুর কপালে ছোঁয়ান। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)