চাণক্য নীতি: স্বামী-স্ত্রী-র মধ্যে আদর্শ বয়সের গ্যাপ কতটা হলে দাম্পত্য হবে মধুময়, পরামর্শ চাণক্যের

Last Updated:
Chanakya Niti on Ideal Age Gap of Husband and Wife: চাণক্য নারী-পুরুষের দাম্পত্য জীবনের দুশ্চিন্তা দূর করতে অনেক কিছুর কথা বলেছেন। আচার্য চাণক্য বলেছেন বিবাহ একটি আদর্শ সামাজিক-ধর্মীয় বন্ধন।
1/8
আচার্য চাণক্য জীবনের নানা বিষয়ে আলোকপাত করেছেন। পাশাপাশি তিনি সেই জীবনের বিভিন্ন বিষয়গুলি নিয়ে বিশেষ অভিজ্ঞ পরামর্শও দিয়েছেন যা মানুষের জীবনে চলার ক্ষেত্রে কাজে লাগে৷ তিনি দাম্পত্য অর্থাৎ স্বামী -স্ত্রীর সম্পর্ক নিয়েও কথা বলেছেন৷ তাঁর মতে স্বামী ও স্ত্রী- একে অপরকে পরিপূরণ করে৷ তাঁরা একে অপরকে শারীরিক ও মানসিক রূপে সঙ্গ দেন৷ Photo Courtesy- Represnetative (Meta AI)
আচার্য চাণক্য জীবনের নানা বিষয়ে আলোকপাত করেছেন। পাশাপাশি তিনি সেই জীবনের বিভিন্ন বিষয়গুলি নিয়ে বিশেষ অভিজ্ঞ পরামর্শও দিয়েছেন যা মানুষের জীবনে চলার ক্ষেত্রে কাজে লাগে৷ তিনি দাম্পত্য অর্থাৎ স্বামী -স্ত্রীর সম্পর্ক নিয়েও কথা বলেছেন৷ তাঁর মতে স্বামী ও স্ত্রী- একে অপরকে পরিপূরণ করে৷ তাঁরা একে অপরকে শারীরিক ও মানসিক রূপে সঙ্গ দেন৷ Photo Courtesy- Represnetative (Meta AI)
advertisement
2/8
আচার্য চাণক্যকে একজন মহান দার্শনিক ও চিন্তাবিদ হিসেবে পাওয়া যায়৷  তিনি জীবনযাপনের বিভিন্ন বিষয়ে নীতি নির্ধারণ করে দিয়েছিলেন। একজন ব্যক্তি, পরিবার, প্রতিষ্ঠান, সমাজ ইত্যাদির আচরণ কেমন হওয়া উচিত এবং তাঁদের সকলের কর্তব্য ও অধিকার কী হওয়া উচিত তা বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে।Photo- Represnetative
আচার্য চাণক্যকে একজন মহান দার্শনিক ও চিন্তাবিদ হিসেবে পাওয়া যায়৷  তিনি জীবনযাপনের বিভিন্ন বিষয়ে নীতি নির্ধারণ করে দিয়েছিলেন। একজন ব্যক্তি, পরিবার, প্রতিষ্ঠান, সমাজ ইত্যাদির আচরণ কেমন হওয়া উচিত এবং তাঁদের সকলের কর্তব্য ও অধিকার কী হওয়া উচিত তা বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে।Photo- Represnetative
advertisement
3/8
আচার্য চাণক্য বিবাহের রীতিকে সমাজের সুষ্ঠু গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বর্ণনা করেছিলেন। এছাড়াও বিয়ে করার সময় কী কী বিষয় মাথায় রাখা উচিত? বৈবাহিক সম্পর্কে জড়ানোর আগে একজন পুরুষ এবং একজন মহিলার কী কী গুণাবলী থাকা উচিত তা বিশদভাবে তিনি তাঁর নীতি নির্ধারক দর্শনে বলে দিয়েছেন৷ Photo- Represnetative (Meta AI)
আচার্য চাণক্য বিবাহের রীতিকে সমাজের সুষ্ঠু গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বর্ণনা করেছিলেন। এছাড়াও বিয়ে করার সময় কী কী বিষয় মাথায় রাখা উচিত? বৈবাহিক সম্পর্কে জড়ানোর আগে একজন পুরুষ এবং একজন মহিলার কী কী গুণাবলী থাকা উচিত তা বিশদভাবে তিনি তাঁর নীতি নির্ধারক দর্শনে বলে দিয়েছেন৷ Photo- Represnetative (Meta AI)
advertisement
4/8
বিবাহ একটি আধ্যাত্মিক অভিজ্ঞতাচাণক্য নারী-পুরুষের দাম্পত্য জীবনের দুশ্চিন্তা দূর করতে অনেক কিছুর কথা বলেছেন। আচার্য চাণক্য বলেছেন বিবাহ একটি আদর্শ সামাজিক-ধর্মীয় বন্ধন।Photo- Represnetative
বিবাহ একটি আধ্যাত্মিক অভিজ্ঞতাচাণক্য নারী-পুরুষের দাম্পত্য জীবনের দুশ্চিন্তা দূর করতে অনেক কিছুর কথা বলেছেন। আচার্য চাণক্য বলেছেন বিবাহ একটি আদর্শ সামাজিক-ধর্মীয় বন্ধন।Photo- Represnetative
advertisement
5/8
বিবাহের অভিজ্ঞতায় আধ্যাত্মিক অভিজ্ঞতাও থাকে। আচার্য চাণক্য বলেছেন যে একটি সফল বিবাহ হল সেই বিবাহ যেখানে স্বামী এবং স্ত্রী একে অপরকে শারীরিক ও মানসিকভাবে পরিপূর্ণতা দিতে পারে৷ Photo- Represnetative (Meta AI)
বিবাহের অভিজ্ঞতায় আধ্যাত্মিক অভিজ্ঞতাও থাকে। আচার্য চাণক্য বলেছেন যে একটি সফল বিবাহ হল সেই বিবাহ যেখানে স্বামী এবং স্ত্রী একে অপরকে শারীরিক ও মানসিকভাবে পরিপূর্ণতা দিতে পারে৷ Photo- Represnetative (Meta AI)
advertisement
6/8
স্বামী-স্ত্রী একে অপরের থেকে অনেক বেশি ছোট- বড় হওয়া উচিত নয়চাণক্য পরামর্শ অনুসারে, দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে স্বামী-স্ত্রী-র মধ্যে যেন বয়সের বেশি পার্থক্য না থাকে। Photo- Represnetative
স্বামী-স্ত্রী একে অপরের থেকে অনেক বেশি ছোট- বড় হওয়া উচিত নয়চাণক্য পরামর্শ অনুসারে, দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে স্বামী-স্ত্রী-র মধ্যে যেন বয়সের বেশি পার্থক্য না থাকে। Photo- Represnetative
advertisement
7/8
শুধুমাত্র একজন শারীরিকভাবে সক্ষম পুরুষই তাঁর স্ত্রীর শারীরিক ইচ্ছা পূরণ করতে পারে। তাই দুজনের মধ্যে যদি বয়সের অনেক ফারাক হয় তাহলে পরবর্তী পর্যায়ে দাম্পত্য সম্পর্কে ফাটল ধরার সম্ভাবনা প্রবল থাকে৷ Photo- Represnetative
শুধুমাত্র একজন শারীরিকভাবে সক্ষম পুরুষই তাঁর স্ত্রীর শারীরিক ইচ্ছা পূরণ করতে পারে। তাই দুজনের মধ্যে যদি বয়সের অনেক ফারাক হয় তাহলে পরবর্তী পর্যায়ে দাম্পত্য সম্পর্কে ফাটল ধরার সম্ভাবনা প্রবল থাকে৷ Photo- Represnetative
advertisement
8/8
এমতাবস্থায় স্বামী বৃদ্ধ হলে স্ত্রীকে মানসিক ও শারীরিক সুখ দিতে পারেন না। আচার্য চাণক্য বলেছেন যে স্ত্রীর ইচ্ছা পূরণ না হলে তিনি অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হতে পারেন এবং এর কারণে বিবাহিত জীবন নষ্ট হয়ে যেতে পারে।Photo- Represnetative
এমতাবস্থায় স্বামী বৃদ্ধ হলে স্ত্রীকে মানসিক ও শারীরিক সুখ দিতে পারেন না। আচার্য চাণক্য বলেছেন যে স্ত্রীর ইচ্ছা পূরণ না হলে তিনি অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হতে পারেন এবং এর কারণে বিবাহিত জীবন নষ্ট হয়ে যেতে পারে।Photo- Represnetative
advertisement
advertisement
advertisement