Durga Puja 2024: Devi Durga Agaman & Gaman Rituals: এ বছর দেবী দুর্গার আগমন কীভাবে? গমনই বা কী করে? জানুন তার শুভ অশুভ ফলাফল

Last Updated:
Durga Puja 2024: Devi Durga Agaman & Gaman Rituals: প্রতি বছর একাধিক বাহনে দশভুজা মর্ত্যলোকে সপরিবার আগমন করেন এবং বিজয়া দশমীতে বিদায় নেন বলে প্রচলিত বিশ্বাস।দশভুজার বাহনের সঙ্গে জড়িয়ে থাকে বিভিন্ন শুভাশুভ ফলাফল।
1/8
পিতৃপক্ষ অবসানে শুরু হয়ে গিয়েছে দেবীপক্ষ। এ বার দশভুজার বোধনের অপেক্ষা।
পিতৃপক্ষ অবসানে শুরু হয়ে গিয়েছে দেবীপক্ষ। এ বার দশভুজার বোধনের অপেক্ষা।
advertisement
2/8
প্রতি বছর একাধিক বাহনে দশভুজা মর্ত্যলোকে সপরিবার আগমন করেন এবং বিজয়া দশমীতে বিদায় নেন বলে প্রচলিত বিশ্বাস।
প্রতি বছর একাধিক বাহনে দশভুজা মর্ত্যলোকে সপরিবার আগমন করেন এবং বিজয়া দশমীতে বিদায় নেন বলে প্রচলিত বিশ্বাস।
advertisement
3/8
দশভুজার বাহনের সঙ্গে জড়িয়ে থাকে বিভিন্ন শুভাশুভ ফলাফল।
দশভুজার বাহনের সঙ্গে জড়িয়ে থাকে বিভিন্ন শুভাশুভ ফলাফল।
advertisement
4/8
জ্যোতিষ মতে এ বছর মা দুর্গার আগমন চতুর্দোলায়৷ জ্যোতিষশাস্ত্র অনুযায়ী তার ফল মড়ক৷
জ্যোতিষ মতে এ বছর মা দুর্গার আগমন চতুর্দোলায়৷ জ্যোতিষশাস্ত্র অনুযায়ী তার ফল মড়ক৷
advertisement
5/8
এ বছর দেবীর কৈলাসে গমন ঘোটকে৷ জ্যোতিষমতে এর ফল ছত্রভঙ্গ৷
এ বছর দেবীর কৈলাসে গমন ঘোটকে৷ জ্যোতিষমতে এর ফল ছত্রভঙ্গ৷
advertisement
6/8
দশভুজার অন্য দুই বাহন হল গজ এবং ঘোটক৷ গজ বা হাতি হল সুখশান্তি ও সমৃদ্ধির প্রতীক৷
দশভুজার অন্য দুই বাহন হল গজ এবং ঘোটক৷ গজ বা হাতি হল সুখশান্তি ও সমৃদ্ধির প্রতীক৷
advertisement
7/8
পণ্ডিত হিতেন্দ্রকুমার শর্মা জানান, জ্যোতিষ মতে বিশ্বাস, গজে দেবীর আগমন বা গমন হলে পৃথিবী শস্যশ্যামলা হয়ে ওঠে৷
পণ্ডিত হিতেন্দ্রকুমার শর্মা জানান, জ্যোতিষ মতে বিশ্বাস, গজে দেবীর আগমন বা গমন হলে পৃথিবী শস্যশ্যামলা হয়ে ওঠে৷
advertisement
8/8
ঘোটক বা ঘোড়া লন্ডভন্ড রাজনৈতিক ও আর্থ সামাজিক পরিস্থিতির প্রতীক৷ তাকে সামাজিক ক্ষেত্রে অশনিসঙ্কেত হিসেবে ধরা হয়৷
ঘোটক বা ঘোড়া লন্ডভন্ড রাজনৈতিক ও আর্থ সামাজিক পরিস্থিতির প্রতীক৷ তাকে সামাজিক ক্ষেত্রে অশনিসঙ্কেত হিসেবে ধরা হয়৷
advertisement
advertisement
advertisement