ভাল খাবার: কথায় বলে, মানুষের খাবার জোটে নিজেদের ভাগ্যে৷ অনেকেই রয়েছেন যারা ভাল খাবার খেতে পান না নিয়মিত৷ কখনও অর্থের কষ্টে কখনও আবার শারীরিক সমস্যার জন্য খাবার খেতে পান না অনেকে৷ শুধু ভাগ্যবানরাই ভাল খাবার পান। ভাল এবং কাঙ্খিত খাবার পাওয়া উন্নত জীবনের লক্ষণ। মন যে সময়ে যা খেতে চায় এবং পেয়ে যাওয়ার মতো বড় সুখ আর কিছু হতে পারে না।Image-Canva
অর্থের সঠিক ব্যবহার: চাণক্য নীতি অনুসারে, শুধুমাত্র ধনী হওয়াই যথেষ্ট নয়। বরং অর্থের সঠিক ব্যবহার করার বোধও ব্যক্তির মধ্যে থাকা উচিত। পূর্বজন্মের সৎকর্মের ভিত্তিতেই এই গুণগুলো পাওয়া সম্ভব। যারা ধনী হওয়ার পাশাপাশি অর্থের সদ্ব্যবহার করেন, তাদের ভাগ্যও সহায়ক হয়৷ অর্থাৎ তাঁদের ধনক্ষয় কম হয়৷ তাঁরা জীবনে অনেক উন্নতি করতে পারেন৷ Image-Canva