Budh Nakshatra Transit 2022: বুধের রোহিণী নক্ষত্রে প্রবেশ, চার রাশির ধন-সম্পদ ও উন্নতি লাভের যোগ! আপনিও কি আছেন এই দলে?
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Budh Nakshatra Transit 2022: ১৮ জুন বুধ রোহিণী নক্ষত্রে প্রবেশ করেছে। বুধকে বুদ্ধির দেবতা বলা হয়। রোহিণী নক্ষত্রে বুধ অবস্থান করবে আগামী ২৮ জুন পর্যন্ত।
advertisement
advertisement
মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯। এই রাশির জাতকরা বুধের গমন থেকে বিশেষ সুবিধা পাবেন, সম্পদের বৃদ্ধি হবে। জাতক-জাতিকারা কর্মজীবনে উচ্চ স্থান অর্জন করতে সক্ষম হবেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। মান-সম্মান বৃদ্ধি পাবে। কোনও অপূর্ণ ইচ্ছা পূরণ হতে পারে। চাকরিতে উচ্চ পদ লাভের সম্ভাবনা রয়েছে। Representative Image
advertisement
বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ২০। এই রাশির জাতক জাতিকাদের জন্য বুধের রোহিণী যাত্রা লাভজনক প্রমাণিত হবে। তাঁদের সম্পদ বৃদ্ধি পাবে। জাতক-জাতিকারা একাধিক মাধ্যমে অর্থ পেতে সফল হবেন। দাম্পত্য জীবন সুখের হবে। এই রাশির জাতক-জাতিকাদের জীবনে এই সময়ে প্রচুর সুখ ও সমৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। Representative Image
advertisement
কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২২। এই সময় কর্কট রাশির জাতক-জাতিকাদের জন্য অনুকূল বলে প্রমাণিত হবে। প্রতিটি কাজেই সাফল্য আসবে এমনটা বলা যেতে পারে। এঁরা কর্মজীবনে উচ্চ অবস্থান অর্জন করতে সক্ষম হবেন। কর্কট রাশির মানুষদের আর্থিক অবস্থা ভালো থাকবে। ভাগ্য এঁদের অনেক সাহায্য করবে। হঠাৎ করে অর্থ লাভ করার সম্ভাবনা আছে। Representative Image
advertisement