বুদ্ধপূর্ণিমা অত্যন্ত পবিত্র দিন। শুভ কাজের জন্য এই দিনটিকে ধার্য করা হয়। জেনে নিন এই পুণ্যতিথিতে কী করবেন, কী করবেন না।,
এ বছর বুদ্ধপূর্ণিমা আগামী ৫ মে। বছরের প্রথম চন্দ্রগ্রহণও সেদিনই।
এই তিথিতে ভোরে ঘুম থেকে উঠে গঙ্গাস্নান সারতে পারলে খুব ভাল। বাড়ির চারদিকে ছিটিয়ে দিন গঙ্গাজল।
বাড়ির চারদিকে ঘিয়ের প্রদীপ জ্বালান। সাজিয়ে তুলুন ফুল দিয়ে।
বাড়ির প্রবেশদ্বার পরিষ্কার করে সেখানে গঙ্গাজল ছিটিয়ে হলুদ, কুমকুম দিয়ে স্বস্তিকা আঁকুন।
এই শুভ তিথিতে দরিদ্রদের খাবার ও পোশাক দান করুন।
বুদ্ধপূর্ণিমা তিথিতে তামসিক খাবার বলে পরিচিত সুরা বা মাংস খাবেন না।
বুদ্ধপূর্ণিমায় ধর্মরাজার পুজোর রীতি দীর্ঘ দিন ধরে প্রচলিত।
অনেক জায়গায় বংশপরম্পরার রীতি অনুসরণ করে এই তিথিতে পূজিত হন দেবী গন্ধেশ্বরীও।
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
...