এ বছর ভাইফোঁটার শুভ সময় মাত্র ২ ঘণ্টা, তার বাইরে ফোঁটা দেবেন না ভুল করেও! জেনে নিন
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
ভাইফোঁটা বা ভাইদুজ ২৩ অক্টোবর পালিত হবে, যার শুভ সময় দুপুর ১.১৩ থেকে ৩.২৮ পর্যন্ত।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
কেউ হোমের টিকা, কেউ চন্দনের ফোঁটা দিয়ে ভাই বা দাদার মঙ্গল কামনা করেন। কিন্তু কেন কড়ে আঙুল ব্যবহার করা হয় সেটা অনেকেই জানেন না। এটি মহাশূন্যের প্রতীক। আমাদের হাতের আঙুলগুলোতে পঞ্চমহাভূত ক্ষিতি, অপ, তেজ, মরুৎ, ব্যোম অবস্থান করে। ব্যোম হচ্ছে কড়ে আঙুল। ভাইবোনের পারস্পরিক ভালবাসা যেন অসীম ও অনন্ত হয়, তাই এই আঙুলের ব্যবহার।
advertisement
advertisement
অযোধ্যার জ্যোতিষী পণ্ডিত কল্কি রাম ব্যাখ্যা করেছেন এই দিনে, ব্রহ্ম মুহূর্তে প্রথমে স্নান করা উচিত। থালায় প্রদীপ, রোলি, চালের দানা, হলুদ, সুপারি, শুকনো নারকেল এবং একটি পবিত্র সুতো রাখুন। ভাইয়ের মাথা উত্তর বা পূর্ব দিকে মুখ করে রাখা উচিত। তিলক লাগানোর পর, বোনেরা তাদের ভাইয়ের জন্য আরতি করবেন এবং তাদের মিষ্টি খাওয়াবেন।
advertisement