Astrology 2023: আর মাত্র কয়েক দিন, ৫ রাশির হাতে হুহু করে আসবে টাকা! সোনায় মুড়বে জীবন, হবে চাকরিতে পদোন্নতি
- Published by:Sayani Rana
- news18 bangla
Last Updated:
বছরের শেষ চন্দ্রগ্রহণ হচ্ছে ২৯ অক্টোবর এবং চন্দ্রগ্রহণের ১ দিন পর রাহু ও কেতু তাদের রাশি পরিবর্তন করছে। রাহু ও কেতুর রাশি পরিবর্তন এবং চন্দ্রগ্রহণ উভয় ঘটনার প্রভাব বিভিন্ন রাশির উপরও দেখা যাবে।
জ্যোতিষশাস্ত্রী অনুসারে, রাহু এবং কেতু সর্বদা বিপরীতমুখী হয়। বর্তমানে রাহু মেষ রাশিতে অবস্থান করছে। অন্যদিকে, কেতুও তুলা রাশিতে অবস্থান করছে। অযোধ্যার জ্যোতিষী পণ্ডিত কল্কি রাম বলেছেন ৩০ অক্টোবর রাহু এবং কেতু তাদের রাশি পরিবর্তন করতে চলেছে। ৩০ অক্টোবর রাহু মেষ রাশি ছেড়ে বিকাল ৪:৩৭ টায় মীন রাশিতে প্রবেশ করবে। কেতুও তুলা থেকে বেরিয়ে কন্যা রাশিতে প্রবেশ করবে।
advertisement
বছরের শেষ চন্দ্রগ্রহণ হচ্ছে ২৯ অক্টোবর এবং চন্দ্রগ্রহণের ১ দিন পর রাহু ও কেতু তাদের রাশি পরিবর্তন করছে। রাহু ও কেতুর রাশি পরিবর্তন এবং চন্দ্রগ্রহণ উভয় ঘটনার প্রভাব বিভিন্ন রাশির উপরও দেখা যাবে। রাহু কেতুর রাশি পরিবর্তনের কারণে, এর শুভ ও অশুভ প্রভাব ১২টি রাশির উপরেই দেখা যাবে। কিন্তু এমন কিছু রাশি আছে রাহু ও কেতুর রাশি পরিবর্তনের কারণে তাদের ভাগ্যও বদলে যেতে পারে।
advertisement
অযোধ্যার জ্যোতিষী পণ্ডিত কল্কি রাম বলেছেন যে ৩০ অক্টোবর বিকেল ৪:৩৭ টায় রাহু মেষ রাশি থেকে বেরিয়ে মীন রাশিতে প্রবেশ করবে এবং শুধু তাই নয়, ২০২৫ সাল পর্যন্ত মীন রাশিতেই থাকবে। এছাড়া কেতুও এদিন কন্যা রাশিতে প্রবেশ করবে। এতে মেষ, কর্কট, সিংহ, তুলা ও মীন রাশির জাতক-জাতিকাদের জীবনে অর্থ প্রবাহ বৃদ্ধি হবে। তাদের ভাগ্য খুলে যাবে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement