Agrahayan Amavasya on Saturday Rituals: একে শনিবার, তার উপর অগ্রহায়ণের অমাবস্যা! আজ সন্ধ্যায় এই ছোট্ট কাজে তুষ্ট শনিদেব! আসবে টাকা ও সৌভাগ্যের বর্ষা

Last Updated:
Agrahayan Amavasya on Saturday Rituals:বিশেষ কিছু রীতি পালন করলে এই তিথিতে শনিদেবের কোপ থেকে রেহাই পাবেন। জীবনে আসবে অর্থ ও সৌভাগ্যের বর্ষা
1/6
এ বছর মার্গশীর্ষ বা অগ্রহায়ণের অমাবস্যা পালিত হবে ৩০ নভেম্বর, শনিবার। দৃক সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী এই পুণ্যতিথি শুরু শনিবার সকাল ১০.২৯ থেকে।
এ বছর মার্গশীর্ষ বা অগ্রহায়ণের অমাবস্যা পালিত হবে ৩০ নভেম্বর, শনিবার। দৃক সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী এই পুণ্যতিথি শুরু শনিবার সকাল ১০.২৯ থেকে।
advertisement
2/6
এই অমাবস্যা থাকবে রবিবার সকাল ১১.৫০ পর্যন্ত। এই তিথির সঙ্গে শনিদেবের সম্পর্ক গভীর এবং গুরুত্বপূর্ণ। বিশেষ কিছু রীতি পালন করলে এই তিথিতে শনিদেবের কোপ থেকে রেহাই পাবেন। জীবনে আসবে অর্থ ও সৌভাগ্যের বর্ষা। বলছেন জ্যোতিষ বিশারদ চক্রপাণি ভাট।
এই অমাবস্যা থাকবে রবিবার সকাল ১১.৫০ পর্যন্ত। এই তিথির সঙ্গে শনিদেবের সম্পর্ক গভীর এবং গুরুত্বপূর্ণ। বিশেষ কিছু রীতি পালন করলে এই তিথিতে শনিদেবের কোপ থেকে রেহাই পাবেন। জীবনে আসবে অর্থ ও সৌভাগ্যের বর্ষা। বলছেন জ্যোতিষ বিশারদ চক্রপাণি ভাট।
advertisement
3/6
একে শনিবার, তার উপর অগ্রহায়ণের অমাবস্যা। পুণ্যতিথিতে সন্ধ্যাবেলা সর্ষের তেল, কালো তিল নিবেদন করে শনিদেবের কাছে পুজো দিন। শনিমন্দিরে প্রজ্বলন করুন তিলতেলের প্রদীপ।
একে শনিবার, তার উপর অগ্রহায়ণের অমাবস্যা। পুণ্যতিথিতে সন্ধ্যাবেলা সর্ষের তেল, কালো তিল নিবেদন করে শনিদেবের কাছে পুজো দিন। শনিমন্দিরে প্রজ্বলন করুন তিলতেলের প্রদীপ।
advertisement
4/6
এই তিথিতে পিতৃপূজা, দানধ্যান, এবং পুণ্যনদীতে স্নান করলেও দোষ খণ্ডন হয়ে পুণ্যার্জনের পত সুগম হয়।
এই তিথিতে পিতৃপূজা, দানধ্যান, এবং পুণ্যনদীতে স্নান করলেও দোষ খণ্ডন হয়ে পুণ্যার্জনের পত সুগম হয়।
advertisement
5/6
অগ্রহায়ণের অমাবস্যায় অনেকে ভগবান বিষ্ণু, মহাদেবের পুজো করেন। রুদ্রাভিষেকের পাশাপাশি মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ, উপবাস পালন করা হয়। জীবনে সাফল্য ও বিত্তের জন্য সূর্যপ্রণাম করা হয়।
অগ্রহায়ণের অমাবস্যায় অনেকে ভগবান বিষ্ণু, মহাদেবের পুজো করেন। রুদ্রাভিষেকের পাশাপাশি মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ, উপবাস পালন করা হয়। জীবনে সাফল্য ও বিত্তের জন্য সূর্যপ্রণাম করা হয়।
advertisement
6/6
অমাবস্যার বিশেষ রীতি পালন করা হয় নিশিতে। সেগুলি শনিবার সন্ধ্যায় পালন করার পর বাকি রীতি পালন করতে পারেন রবিবার সকালে, যতক্ষণ অমাবস্যা আছে, সেই সময়সীমার মধ্যে।
অমাবস্যার বিশেষ রীতি পালন করা হয় নিশিতে। সেগুলি শনিবার সন্ধ্যায় পালন করার পর বাকি রীতি পালন করতে পারেন রবিবার সকালে, যতক্ষণ অমাবস্যা আছে, সেই সময়সীমার মধ্যে।
advertisement
advertisement
advertisement