Zodiacs Not Satisfied With Single Partner: এক সঙ্গীতে সন্তুষ্ট নয় এই ৪ রাশি! খুব বুঝে এদের প্রেমে পড়ুন
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
সাবধান এই ৪ রাশির থেকে৷ এক সঙ্গীতে এদের পোশায় না৷ বহুগামীতায় বিশ্বাসী এই রাশির জাতক-জাতিকারা৷ ফলে খুব বুঝে এদের প্রেমে পড়ুন৷
জীবনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রাশিফল৷ জীবনের অর্থনৈতি উন্নতি থেকে সম্পর্কের ওঠা পড়া, সবেতেই থাকে রাশিফলের হাত, মনে করেন জ্যোতিষীরা৷ ফলে জীবনসঙ্গী খোঁজার সময় রাশিফল মিলিয়ে নিতে চান অনেকে৷ তবে সাবধান এই ৪ রাশির থেকে৷ এক সঙ্গীতে এদের পোশায় না৷ বহুগামীতায় বিশ্বাসী এই রাশির জাতক-জাতিকারা৷ ফলে খুব বুঝে এদের প্রেমে পড়ুন৷
advertisement
কুম্ভ (AQUARIUS) (Jan 22-Feb 19) খুবই বাগপটু এরা৷ ফলে সহজেই মানুষের মন জয় করতে পারে৷ ভিড়ের মধ্যে নিজেদের আলাদা পরিচিয় তৈরি করেন এরা৷ তবে এরা খুব একটা প্রেমের সাধারণ সংজ্ঞায় বিশ্বাস করেন না৷ সময়ের শ্রোতে ভেসে যেতে ভালবাসেন এই রাশির মানুষ৷ এক সম্পর্কে থাকলেও অন্যের প্রতি মন দেওয়া-নেওয়াতে এদের খুব সমস্যা হয় না৷
advertisement
advertisement
advertisement
ধনু (SAGITTARIUS) (Nov 23-Dec 21) বলা হয় এই রাশির জাতকরা খুব বেশিদিন এক সম্পর্কে মন টিকিয়ে রাখতে পারেন না৷ এরা খুবই রোমাঞ্চকর৷ সবসময় সেই খোঁজেই থাকেন৷ ফলে এক সঙ্গীর প্রতি মন উড়ে যায় সহজেই৷ তাই এদের সঙ্গে টিকে থাকতে হলে নতুনত্বের স্বাদ দিতে হবে এদের৷Disclamer: এই মতামত News18বাংলার নিজস্ব মত নয়৷ প্রচলিত ধারণার ভিত্তিতেই এই প্রতিবেদন৷ সঠিক ফল পেতে বিশেষজ্ঞের পরামর্শ নিন৷