শনিবার কর্মসমিতির বৈঠকে সিদ্ধান্ত কে পাবেন মোহনবাগান রত্ন৷

শনিবার কর্মসমিতির বৈঠকে সিদ্ধান্ত কে পাবেন মোহনবাগান রত্ন৷

 মোহনবাগান রত্ন পাচ্ছেন স্বপন সাধন বসু বা টুটু বোস।

মোহনবাগান রত্ন পাচ্ছেন স্বপন সাধন বসু বা টুটু বোস।

 পরের বছর মোহনবাগান রত্ন পাবেন প্রয়াত অঞ্জন মিত্র।

পরের বছর মোহনবাগান রত্ন পাবেন প্রয়াত অঞ্জন মিত্র।

 বৈঠকের পর সচিব সৃঞ্জয় বোস ও সভাপতি দেবাশিস দত্ত এ কথা জানান৷

বৈঠকের পর সচিব সৃঞ্জয় বোস ও সভাপতি দেবাশিস দত্ত এ কথা জানান৷

 ২০০৭ সালে কর্মকর্তা হিসেবে মোহনবাগান রত্ন পেয়েছিলেন ধীরেন দে।

২০০৭ সালে কর্মকর্তা হিসেবে মোহনবাগান রত্ন পেয়েছিলেন ধীরেন দে।

 এবার সেই সম্মানে ভূষিত হচ্ছেন স্বপনসাধন বোস।

এবার সেই সম্মানে ভূষিত হচ্ছেন স্বপনসাধন বোস।

 ২৯  জুলাই মোহনবাগান দিবসে রত্ন প্রদান করা হবে।

২৯  জুলাই মোহনবাগান দিবসে রত্ন প্রদান করা হবে।