মোহনবাগান রত্ন পাচ্ছেন স্বপন সাধন বসু বা টুটু বোস।
পরের বছর মোহনবাগান রত্ন পাবেন প্রয়াত অঞ্জন মিত্র।
বৈঠকের পর সচিব সৃঞ্জয় বোস ও সভাপতি দেবাশিস দত্ত এ কথা জানান৷
২০০৭ সালে কর্মকর্তা হিসেবে মোহনবাগান রত্ন পেয়েছিলেন ধীরেন দে।
এবার সেই সম্মানে ভূষিত হচ্ছেন স্বপনসাধন বোস।
২৯ জুলাই মোহনবাগান দিবসে রত্ন প্রদান করা হবে।