ডিম রান্না করার জন্য সর্বদা সঠিক পাত্র ব্যবহার করুন৷
সব সময় তাজা ডিম কিনুন দোকান বাজার থেকে৷
ডিম বেশি ক্ষণ ধরে ফোটাবেন না৷ ২০ মিনিট সময় সর্বোচ্চ৷
স্ক্র্যাম্বলড এগ সবসময় কম এবং ধীরে রান্না করাই ভাল।
সঠিক সময়ে লবণ এবং গোলমরিচ যোগ করা গুরুত্বপূর্ণ।