ঐশ্বর্যের পোশাকের ওপর শুয়ে পড়ল আরাধ্যা ! তারপর...
Last Updated:
বিনোদন জগতে শোরগোল ৷ কারণ, সুদূর ফ্রান্সে কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে বলিউডি চমক দিতে হাজির কঙ্গনা, দীপিকা ৷
#মুম্বই: বিনোদন জগতে শোরগোল ৷ কারণ, সুদূর ফ্রান্সে কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে বলিউডি চমক দিতে হাজির কঙ্গনা, দীপিকা ৷ অন্যদিকে, নিজের হানিমুন ক্যানসেল করে কানে পৌঁছেছেন সোনম কাপুর ৷ আর প্রতিবারের মতো ঐশ্বর্যরাও রয়েছেন কান চলচ্চিত্র উৎসবে ৷ সঙ্গে অবশ্যই তাঁর ছোট্ট মেয়ে আরাধ্যা ৷
advertisement
কথায় আছে না, মায়ের মতোই মেয়ে ৷ আর সেটারই দেখা মিলল কান চলচ্চিত্র উৎসবে৷ গপ্পোটা হল, নীল রঙের ময়ূরী পেখমের আদলে পোশাক পরেছিলেন ঐশ্বর্য রাই বচ্চন ৷ রেড কার্পেটে ছড়িয়ে ছিল সেই পোশাকের একাংশ ৷ দুনিয়ার কাছে নজর তো কাড়লেন তিনি ৷ তবে সেই পোশাককে নিয়ে আরাধ্যা যা করলেন, তাই উঠে এল খবরে ৷
advertisement
সুযোগ পেয়েই মায়ের পোশাকের ওপর শুয়ে পড়ল আরাধ্যা ৷ গালে হাত দিয়ে শুয়ে সেই ছবি শেয়ারও হল ইনস্টাগ্রামে ৷ লাল গাউনে, ছোট্ট আরাধ্যার স্টাইল স্টেটমেন্ট কিন্তু জানান দিচ্ছে, তিনি এখনই স্টার হওয়ার জন্য একেবারে তৈরি ৷
Location :
First Published :
May 14, 2018 2:07 PM IST