Kudos: বয়স ১০২! ২০০ মিটার রেসে জিতলেন সোনা, পারবেন?

Last Updated:

ভারতের সবচেয়ে বেশি বয়সের এই অ্যাথলিট ৯৩ বছর বয়সে শুরু করেন দৌড়৷ এর আগে ওয়ার্ল্ড মাস্টার গেমে ২০টি সোনা জিতেছেন তিনি৷ এ বারও মন কউরই সেরা৷

#পাতিয়ালা: অনেকেই বছরের শুরুতে রেজোলিউশন নেন, এ বছর ঘাম ঝরাবোই৷ সকালে উঠে দৌড়নো মাস্ট৷ কিন্ত‌ু ১০২ বছর বয়সি মন কউরের জীবনে রোজ রেজলিউশন৷ রেকর্ড ভাঙার, রেকর্ড গড়ার৷ যার নির্যাস, ১০২ বছর বয়সে ২০০ মিটার রেসে প্রথম হয়ে সোনা জিতলেন তিনি৷ হ্যাঁ, ঠিকই পড়েছেন, ১০২ বছর বয়স৷
advertisement
advertisement
যাঁরা রোজ সকালে উঠে আবার বালিশ জড়িয়ে শুয়ে মনে মনে বলে নেন, কাল থেকে শরীরচর্চা শুরু করব, তাঁদের কাছে অনুপ্রেরণা হতেই পারেন মন কউর৷ সম্প্রতি তিনি ওয়ার্ল্ড মাস্টার গেমে অংশ নেন৷ এই গেমে বয়ঃসীমা ১০০ থেকে ১০৪৷ একে সিনিয়রদের অলিম্পিকও বলা হয়৷ সেই গেমেই দৌড়ে সোনা জিতলেন মন কউর৷
advertisement
ভারতের সবচেয়ে বেশি বয়সের এই অ্যাথলিট ৯৩ বছর বয়সে শুরু করেন দৌড়৷ এর আগে ওয়ার্ল্ড মাস্টার গেমে ২০টি সোনা জিতেছেন তিনি৷ এ বারও মন কউরই সেরা৷
দেখুন মন কউরের প্র্যাক্টিস ভিডিও--
বাংলা খবর/ খবর/খেলা/
Kudos: বয়স ১০২! ২০০ মিটার রেসে জিতলেন সোনা, পারবেন?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement