মূর্শিদাবাদে কেউ আর কংগ্রেস করতে চায় না: শুভেন্দু

Last Updated:

পঞ্চায়েতের নির্বাচনের ফল যত আসছে, রাজ্যে ততই পরিষ্কার হয়ে যাচ্ছে ছবিটা ৷ রাজ্য জুড়ে কার্যত সবুজ সুনামী তৈরি করেছে শাসকদল ৷ বিক্ষিপ্ত কয়েকটি জায়গায় বিজেপির উত্থান বাদ দিলে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তৃণমূল ৷

#কলকাতা: পঞ্চায়েতের নির্বাচনের ফল যত আসছে, রাজ্যে ততই পরিষ্কার হয়ে যাচ্ছে ছবিটা ৷ রাজ্য জুড়ে কার্যত সবুজ সুনামী তৈরি করেছে শাসকদল ৷ বিক্ষিপ্ত কয়েকটি জায়গায় বিজেপির উত্থান বাদ দিলে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তৃণমূল ৷
শাসক দলের এই বিরোধীশূণ্য জয়কে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জয় বলেই ব্যখ্যা করলেন তৃণমূল নেতা শুভেন্দু অভিকারী ৷ এদিন নির্বাচনের ফল সামনে আসতেই তৃণমূলের জয়জয়কার শুরু হয় বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে ৷ তৃণমূলের জয় নিয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘‘ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের স্বার্থে জনসংযোগের কাজ করেছেন ৷ এটা তারই প্রভাব ৷’’
advertisement
advertisement
উল্লেখযোগ্য এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ফলাফল মালদহ, মুর্শিদাবাদে ৷ যে দু’টি জেলা এক সময় কংগ্রেসের গড় বলে পরিচিত ছিল সেখানে আজ উল্টেছে গণেশ ৷ নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখাই চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এক সময়ের চালিকা শক্তির কাছে ৷ শুভেন্দুর মতে, উন্নয়নের প্রভাব পড়েছে মালদহ, মূর্শিদাবাদে ৷
advertisement
এদিন সংবাদ মাধ্যমের সামনে শুভেন্দু বলেন, ‘‘উন্নয়নের প্রভাবটাকে আমরা কাজে লাগিয়েছি ৷ মুখ্যমন্ত্রী রাজধর্ম পালন করেছেন ৷ আমরা কাজে লেগে থেকে সাফল্য পেয়েছি ৷ মালদহে সাংগঠনিক বিষয় কঠিন ছিল ৷ সম্মিলিতভাবে কাজ করেছি মালদহে ৷ ৯০ শতাংশ পঞ্চায়েত সমিতি দখল করেছি আমরা ৷ গনি খানের পরিবার থেকে বিচ্ছিন্ন কংগ্রেস ৷ সেই সুবিধা পেয়েছে তৃণমূল ৷ গ্রাম পঞ্চায়েতে অধিকাংশ জয় পেয়েছি ৷ মুর্শিদাবাদে কেউ কংগ্রেস করতে চায় না ৷ কংগ্রেসের ৪ বিধায়ক ইতিমধ্যেই যোগাযোগ করেছেন ৷ কংগ্রেস বিধায়করা তৃণমূলে আসতে চান ৷ মানুষের জন সমর্থনে জয় তৃণমূলের ৷ অধীরের সুযোগ সন্ধানী রাজনীতি পছন্দ করেনি মানুষ ৷ মুর্শিদাবাদে সেভাবে কোনও উন্নয়ন হয়নি ৷ মুর্শিদাবাদের উন্নয়নে কাজ করেছে তৃণমূল ৷ ’’
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মূর্শিদাবাদে কেউ আর কংগ্রেস করতে চায় না: শুভেন্দু
Next Article
advertisement
Park Street Hotel Incident: হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
  • পার্ক স্ট্রিটের হোটেলে রহস্য৷

  • ঘরের বক্স খাটের ভিতরে যুবকের দেহ৷

  • খুন বলেই অনুমান পুলিশের৷

VIEW MORE
advertisement
advertisement