ভক্তের সঙ্গে সেলফিতে না ! ইন্টারনেটে বিতর্কের মুখে সইফ কন্যা সারা

Last Updated:

সইফ-অমৃতা কন্যা সারা আলি খান ৷ সবে শেষ করেছেন ‘কেদারনাথ’ ছবি ৷

#মুম্বই: সইফ-অমৃতা কন্যা সারা আলি খান ৷ সবে শেষ করেছেন ‘কেদারনাথ’ ছবি ৷ কিন্তু তার আগে থেকেই ফেসবুক, ইনস্টাগ্রামে শোরগোল ফেলেছেন সারা ৷ সোশ্যাল নেটওয়ার্কে সারার ফ্যান ফলোয়িং খুব একটা কম নয় ৷ একদিকে সেলিব্রিটি মা-বাবার কন্যা ৷ অন্যদিকে সোশ্যাল নেটওয়ার্কে ইমেজের ঝড় ৷ সারার মধ্যে প্রথম থেকেই সেলিব্রিটির হাভভাব ! তবে এই হাভভাবের চোটেই এবার বিতর্কে জড়ালেন সারা আলি খান !
সারার এক ফ্যান রুবি জৈনের ট্যুইটার পোস্ট নিয়েই বাঁধল শোরগোল ৷ গপ্পোটা হল, রুবি নিজের ট্যুইটারে লিখলেন, ‘ফ্লিয়া মার্কেটে সারার সঙ্গে দেখা হয় ৷ আমি সারার খুব বড় ফ্যান৷ ওকে আমার ভালো লাগে ৷ সেই জন্যই সারার সঙ্গে সেলফি তুলতে চেয়েছিলাম ৷ কিন্তু সারা একেবারে মুখের ওপর প্রত্যাখান করে দেন ৷ সারার এই ধরণের আচরণ একদমই পছন্দ হয়নি ৷ সারার তো এখনও ছবিই মুক্তি পায়নি !’
advertisement
advertisement
রুবি-র এই ট্যুইট দেখার পর থেকেই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে সারাকে নিয়ে নানা শোরগোল শুরু হয়েছে ৷ নেটিজেনরা তীব্র নিন্দা করে চলেছেন সারার নামে ৷ তবে সারার দিক থেকে এই নিয়ে কোনওরকম মন্তব্য পাওয়া যায়নি ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
ভক্তের সঙ্গে সেলফিতে না ! ইন্টারনেটে বিতর্কের মুখে সইফ কন্যা সারা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement