দার্জিলিঙে বন্ধ হল রোপওয়ে পরিষেবা
Last Updated:
#শিলিগুড়ি: দার্জিলিঙে বন্ধ হয়ে গেল রোপওয়ে পরিষেবা। সিআরএস নামে একটি সংস্থা রাজ্য বন উন্নয়ন নিগমের থেকে লিজ নিয়ে চালাচ্ছিল রোপওয়ে । মেয়াদ শেষ হয়ে গেলেও লিজ রিনিউ করেনি সিআরএস। শনিবার চিঠি দিয়ে বন উন্নয়ন নিগম জানায় বন্ধ থাকবে রোপওয়ে পরিষেবা। পাহাড়ে বেড়াতে গিয়ে রোপওয়ে না পেয়ে মন খারাপ পর্যটকদের।
বনধ-আগুন-মিছিল-আন্দোলন । এসব অতীত হয়েছে অনেকদিন আগেই । শান্ত পাহাড়ে ফিরে এসেছে শান্তির চেনা ছবি । গরম পড়তেই ঠান্ডার খোঁজ পাহাড়মুখী হয়েছেন পর্যটকরা । কিন্তু দার্জিলিঙে গিয়ে মন খারাপ তাঁদের । সিঙামারির কাছে রোপওয়ে চড়তে গিয়ে দেখা যায়, বন্ধ রয়েছে পরিষেবা।
কিন্তু পাহাড়ের অন্যতম আকর্ষণ রোপওয়ে কেন বন্ধ?
- রাজ্য বন উন্নয়ন নিগমের থেকে লিজ নিয়ে রোপওয়ে চালায় সিআরএস নামে একটি সংস্থা
advertisement
advertisement
- ২০ বছরের লিজ নিয়েছিল সিআরএস
- ৩১ মার্চ লিজের মেয়াদ শেষ
- রবিবার চিঠি দিয়ে জানায় রাজ্য বন উন্নয়ন নিগম
- লিজ রিনিউ না হওয়ায় রোপওয়ে বন্ধ
বিষয়টি মিটমাট করতে রাজ্য বন উন্নয়ন নিগমকে চিঠি দিয়েছে সিআরএস কর্তৃপক্ষ। তাঁরা আশাবাদী, শীঘ্রই চালু হবে রোপওয়ে পরিষেবা।
view commentsLocation :
First Published :
April 02, 2018 9:02 PM IST