রেড রোডে চলছে ৭০-তম প্রজাতন্ত্র দিবসের জমজমাট অনুষ্ঠান, আঁটোসাঁটো নিরাপত্তা
Last Updated:
#কলকাতা: ৭০-তম প্রজাতন্ত্র দিবস পালনে মেতে উঠেছে গোটা দেশ ৷ সেজে উঠেছে দিল্লির রাজপথ ৷ রাজপথে চলছে বর্ণাঢ্য অনুষ্ঠান ৷ প্রধান অতিথি হিসেবে হাজির হয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিল রামাফোসা ৷ অন্যদিকে, সেজে উঠেছে কলকাতার রেড রোডও ৷
Crowds gather for the #RepublicDay2019 parade at Rajpath in Delhi. President of South Africa Cyril Ramaphosa is the chief guest at the parade today. pic.twitter.com/dZCOKSXTiY
— ANI (@ANI) January 26, 2019
advertisement
প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে দিল্লিতে ৷ মোতায়েন করা হয়েছে অতিরিক্ত ১০০০ পুলিশ ৷ বসানো হয়েছে ৪টি ওয়াচ টাওয়ার ৷ ওয়াচ টাওয়ারে দূরবীন নিয়ে চলবে নজরদারি ৷ শুক্রবার রাত থেকেই শহরে ঢোকা ও বেরোনোর মুখে শুরু হয়েছে নাকাচেকিং ৷ রাজপথের পাশে সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দু’টি মেট্রো স্টেশনে বন্ধ থাকবে মেট্রো চলাচল ৷
advertisement
রাজপথ চত্বরে বসানো হয়েছে একাধিক সিসিটিভি ক্যামেরা ৷ ২৪ ঘণ্টাই নজরদারি চালানো হচ্ছে ৷ মেট্রো, জনবহুল এলাকায় চলছে বাড়তি নজরদারি ৷ গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ পিকেট বসানো হয়েছে ৷
দিল্লির পাশাপাশি কলকাতার রেড রোডেও চলছে বর্ণাঢ্য কুচকাওয়াজ ৷
Location :
First Published :
January 26, 2019 9:07 AM IST