আজ বিয়ে মিঠুন-পুত্রের, তার মাঝেই হতে পারেন গ্রেফতার!
Last Updated:
#মুম্বই: আজ শনিবার হতে চলেছে বলি সুপারস্টার মিঠুন চক্রবর্তীর ছেলে মহাক্ষয় চক্রবর্তীর ৷ উটির হোটেল দ্য মোনার্কে মিমো ও দক্ষিণী অভিনেত্রী মাদলসার চার হাত এক হতে চলেছে ৷ তবে এর মধ্যেই শান্তি নেই মিঠুন-পুত্রের ৷
গ্রেফতারের আগে মহাক্ষয়ের জামিনের আবেদন খারিজ করে দিয়েছে বোম্বে হাইকোর্ট। তার ফলে যেকোনও সময় গ্রেফতার করা হতে পারে মহাক্ষয় ও তাঁর মা যোগিতা বালিকে। এমনকি বিয়ের দিনেও গ্রেফতার হতে পারেন মহাক্ষয় ওরফে মিমো।
আজই বিয়ে তার মাঝেই যদি মহাক্ষয় ওরফে মিমোকে যদি গ্রেফতার করা হয় সেই চিন্তায় ভুগছে চক্রবর্তী পরিবার ৷ দিল্লির রোহিণী আদালতের নির্দেশ মেনেই জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তীর ছেলে মহাক্ষয় ওরফে মিমোর বিরুদ্ধে ধর্ষণ, প্রতারণার মামলা রুজু করা হয়। প্রতারণার মামলা রুজু হয় মিঠুন চক্রবর্তীর স্ত্রী যোগিতা বালির বিরুদ্ধেও। আর এরপরেই বম্বে হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন তাঁরা। তাঁদের সেই আর্জিই খারিজ করে দিয়েছে বোম্বে হাইকোর্ট। তবে তাঁরা দিল্লি আদালতে আগাম জামিনের আবেদন করতে পারেন বলে জানিয়েছেন বোম্বে হাইকোর্টের বিচারপতি অজয় গডকড়ী।
advertisement
advertisement
এদিকে অভিযোগকারিণীর আইনজীবী রবি সোনি জানিয়েছেন, ”মহাক্ষয় গত ৪ বছর ধরে চেনেন অভিযোগকারিনীকে। মিমো তাঁর উপর যৌন নির্যাতন করেছেন এবং তাঁর সঙ্গে প্রতারণা করেছেন। তাঁর পানীয়তে ঘুমোর ওষুধ মিশিয়ে তাঁকে ধর্ষণ করা হয়েছে। পাশাপাশি মিমো আমার মক্কেলকে বিয়ের প্রতিশ্রুতিও দিয়ে এসেছিলেন। এমনকি বিয়ের জন্য মিমোর সঙ্গে আমার মক্কেলের ঠিকুজি কুষ্ঠিও মেলানো হয়। তবে পরে আমার মক্কেলকে বিয়ে করতে পুরোপুরি অস্বীকার করেন মিমো। তিনি সন্তান সম্ভবা হয়ে পড়লে তাঁকে জোর করে গর্ভপাত করান মহাক্ষয় ও তাঁর মা যোগিতা বালি।”
view commentsLocation :
First Published :
July 07, 2018 11:29 AM IST