'প্রিয়াঙ্কা মানসিক রোগে ভুগছেন, লোককে মারধর করেন': সুব্রহ্মণ্যম স্বামী
Last Updated:
#নয়াদিল্লি: প্রিয়াঙ্কা গান্ধিকে নিয়ে একের পর এক মন্তব্য চলছেই । কৈলাস বিজয়বর্গীয়র পর এবার সনিয়া কন্যাকে নিয়ে সরব হলেন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী ।
সংবাদ সংস্থা ANI কে দেওয়া একটি সাক্ষাৎকারের সময় তিনি জানিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধি বাইপোলার ডিসঅর্ডার নামক এক মানসিক রোগে ভুগছেন । এই রোগে মেজাজের কোনও ঠিক থাকে না, মানুষ হিংস্র হয়ে ওঠে । প্রিয়াঙ্কাও হঠাৎ করে ক্ষিপ্ত হয়ে উঠে লোকজনকে মারধর করেন । এই মানসিক রোগের জন্য প্রিয়াঙ্কা রাজনীতি করার উপযুক্ত নন । আর জণগনেরও জানা উচিৎ প্রিয়াঙ্কা যখন তখন তাঁর মানসিক স্থিতি হারিয়ে ফেলতে পারেন, এমনই মন্তব্য করেছেন স্বামী ।
advertisement
S Swamy on #PriyankaGandhiVadra : Usko 1 bimari hai jo sarvjanik jivan mein anukool aur upyukt nahi hai, usko bipolarity kehte hain yaani uski hinsawadi charitra dikhai padti hai, logon ko peet'ti hai. Public ko pata hona chaiye ki kab santulan kho baithegi, kisi ko pata nahi. pic.twitter.com/psVoVcbnvx
— ANI (@ANI) January 27, 2019
advertisement
advertisement
প্রিয়াঙ্কা গান্ধিকে একের পর এক মন্তব্য করছেন বিজেপি নেতারা। বিজেপি নেতা বিনোদ নারায়ণ ঝা ও কৈলাস বিজয়বর্গীয়র পর এবার সেই তালিকায় যোগ হলেন সুব্রহ্মণ্যম স্বামী ।
Location :
First Published :
January 27, 2019 11:05 AM IST