দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেফতার হলেন নওয়াজ ও তাঁর মেয়ে
Last Updated:
#ইসলামাবাদ: লন্ডন থেকে দেশে ফিরেই লাহোরে গ্রেফতার হলেন দুর্নীতির দায়ে দণ্ডপ্রাপ্ত পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও তাঁর মেয়ে মরিয়ম নওয়াজ। গতকাল শুক্রবার স্থানীয় সময় রাত ৮টা ৫০ মিনিটে লাহোরের আল্লামা ইকবাল বিমানবন্দরে নামার পর পরই গ্রেফতার হন তিনি ৷ এর আগে গ্রেফতারের সব প্রস্তুতি নিয়ে মাঠে নামে দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (ন্যাব)।
জানা গিয়েছে, নওয়াজ শরিফের দেশে ফেরার খবরে লাহোরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে স্থানীয় প্রশাসন। লাহোর শহরে অতিরিক্ত ১০ হাজার পুলিশ সদস্য মোতায়েনের পাশাপাশি বিকাল ৩টা থেকে রাত ১২টা পর্যন্ত মোবাইল নেটওয়ার্ক বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল।
দুর্নীতির দায়ে দণ্ডপ্রাপ্ত প্রাক্তন এই প্রধানমন্ত্রীকে দেশটির সুপ্রিমকোর্ট নির্বাচনে অযোগ্য ঘোষণা করায় আগামী ২৫ জুলাই দেশটির সাধারণ নির্বাচনে অংশ নিতে পারবেন না তিনি। তবে নির্বাচনে অংশ নিতে না পারলেও তাঁর রাজনৈতিক দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) কর্মীদের সংগঠিত করতে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন নওয়াজ।
advertisement
advertisement
দুর্নীতির মাধ্যমে অর্থ হাতিয়ে লন্ডনে চারটি বিলাসবহুল বাড়ি কেনার দায়ে গত সপ্তাহে পাকিস্তানের একটি আদালত নওয়াজ ও তাঁর মেয়েকে দোষী সাব্যস্ত করে রায় ঘোষণা করেন। এতে নওয়াজকে ১০ বছর ও তাঁর মেয়ে মরিয়মকে ৭ বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়। পানামা পেপারস কেলেঙ্কারিতে অবৈধ সম্পত্তির মালিকানার দায়ে আরও দুটি মামলা চলছে নওয়াজ শরিফের বিরুদ্ধে।
Location :
First Published :
July 14, 2018 7:46 AM IST