আরও একবার পিতৃহারা হলাম, কান্নায় ভেঙে পড়লেন মমতা শঙ্কর
Last Updated:
#কলকাতা: প্রয়াত প্রখ্যাত চিত্র পরিচালক মৃণাল সেন। রবিবার সকালে তাঁর ভবানীপুরের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। রবিবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। মৃণাল সেনের প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে গোটা বাংলায়।
তাঁর ছবি ‘মৃগয়া’তে কাজ করেছিলেন অভিনেত্রী মমতা শঙ্কর ৷ শঙ্কর বাড়ির মেয়ের সেই অভিনয়ে আসা ৷ আর সেই ছবিই ছবির জগতে মাইলস্টোন ৷ যে ছবি নিয়ে আলোচনা হয়েছে বহুবার ৷ গায়ে গামছা আর নীচে লুঙ্গি, মৃণালবাবুর সেই ছবিতে গ্রাম্য মেয়ের চরিত্রে মমতা শঙ্কর ৷ নীল আকাশের নীচে আজ নেই মৃণাল সেন ৷ স্বভাবতই মন খারাপ অভিনেত্রীর ৷
advertisement
advertisement
‘মৃগয়া’ ছবিতে মিঠুন চক্রবর্তীর সঙ্গে মমতা শঙ্কর ৷
প্রতিক্রিয়া জানার জন্য ফোন গেল তাঁর কাছে ৷ ফোন ধরে হ্যালো বলতেই, বোঝা গেল কাঁদতে কাঁদতে গলা ধরে গিয়েছে ৷ সেইভাবেই বললেন,‘‘আমি কথা বলার ক্ষমতায় এক্কেবারে নেই ৷ এই মুহূর্তে কিছুই ভাল লাগছে না ৷ মনে হচ্ছে আমার জীবনের ধ্রূবতারাটা চলে গেল ৷ আমার জীবনের কত বড় যে ক্ষতি হয়ে গেল, তা আমি বলে বোঝাতে পারব না ৷ ’’
advertisement
Location :
First Published :
December 30, 2018 2:45 PM IST