এই বয়সেও যা নাচলেন মাধুরী ! দেখে তাক লেগে যাবে, দেখুন ভিডিও
Last Updated:
#মুম্বই: তিনি সুন্দরী তো বটেই তবে মাধুরী দিক্ষিত মানেই তাঁর হাতের মুদ্রা, পায়ের তাল ৷ তাতেই তিনি মন জয় করেছেন লাখো মানুষের ৷ মাধুরীর মিষ্টি হাসি সঙ্গে মনে দোল তোলা নাচে কাবু আসমুদ্রহিমাচল ৷ এক দো তিন বা তাম্মা তাম্মার নাচে ঝড় তুলেছিলেন মাধুরী ৷ নয়ের দশক পেরিয়ে তিনি এখনও যে নাচের ব্যাপারে সমান উৎসাহী তা বুঝিয়ে দিলেন একটি নাচের ভিডিওয়ে ৷
মুখে হাল্কা বয়সের ছাপ পড়েছে ঠিকই, কিন্তু তিনি এখনও সমান স্নিগ্ধ, সুন্দর ৷ আর নাচের ব্যাপারে তো কোন কথা হবে না ৷ যেমন ফিট মাধুরীর শরীর,তমনই তাঁর নাচের স্টেপ ৷ এক কথা তিনি অনবদ্য ৷ দেখুন সেই ভিডিও ৷
advertisement
advertisement
advertisement
Location :
First Published :
October 28, 2018 1:08 PM IST

