গরমে কি ঘি খাওয়া উচিত? জেনে নিন

Last Updated:

গরম ভাতে ঘি, সঙ্গে আলু সেদ্ধ খেতে ভালবাসে না এমন বাঙালি খুঁজে পাওয়া দুষ্কর।

#কলকাতা: গরম ভাতে ঘি, সঙ্গে আলু সেদ্ধ খেতে ভালবাসে না এমন বাঙালি খুঁজে পাওয়া দুষ্কর। আবার ঘি ছাড়া পরোটা খাওয়ার কথা উত্তর ভারতীয়রা ভাবতেও পারে না। ঘি এমনই এক সুস্বাদু, উপাদেয় খাবার। ঘি যেমন সুস্বাদু, তেমনই স্বাস্থ্যকরও। কিন্তু অতিরিক্ত গরমে ঘি খাওয়া কি শরীরের পক্ষে ভাল? শীতকালে শরীর ভাল রাখতে অনেক বাড়িতেই নিয়মিত ঘি খাওয়া হলেও গরম কালে ঘি খাওয়ার ব্যাপারে অনেকেই কিন্তু কিন্তু করেন।
নিউট্রিশনিস্ট ও আয়ুর্বেদ বিশেষজ্ঞদের মতে ঘি এমনই এক আনপ্রসেসড ফ্যাট যা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ও ভিটামিন এ-তে পরিপূর্ণ। আমাদের স্বাভাবিক শারীরবৃত্তীয় কাজ চালানোর জন্য যে কোনও মরসুমেই কিছুটা পরিমাণ ঘি খাওয়া জরুরি। যেহেতু গরম কালে ডিহাইড্রেশন ও অতিরিক্ত ঘাম হওয়ার কারণে শরীর শুকিয়ে যায় তাই শরীরের আর্দ্রতা বজায় রাখার জন্য ঘি খাওয়া প্রয়োজনীয়। এর মধ্যে বিউটাইরিক অ্যাসিড থাকায় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে ঘি।
advertisement
advertisement
গরমে শরীর ঠান্ডা রাখতেও সাহায্য করে ঘি। তাই গরম কালে প্রতি দিন খালি পেটে আধ চামচ ঘি খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। যা গ্যাস্ট্রিক জুস বা পৌষ্টিক রস ক্ষরণে সাহায্য করে। ফলে হজম ভাল হয় এবং পেট গরম, বুক জ্বালা, বদ হজমের মতো গরম কালের সমস্যাগুলো থেকে দূরে থাকা যায়।
advertisement
আবার আয়ুর্বেদ আনুসারে ঘি মিষ্টি খাবার যা এনার্জি জোগাতে সাহায্য করে। সেই সঙ্গেই বলা হয়েছে গরু:র দুধ থেকে তৈরি সবচেয়ে স্বাস্থ্যকর। যা হালকা হওয়ায় সহজে হজম হয়। গরম কালে তাই পেটের যে কোনও সমস্যায় নিঃসন্দেহে খেতে পারেন ঘি। এমনকী, শরীর ঠান্ডা রাখার কারণে ঘুমেও সাহায্য করবে ঘি।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
গরমে কি ঘি খাওয়া উচিত? জেনে নিন
Next Article
advertisement
Ajker Rashifal | Horoscope Today: রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
  • রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫

  • দেখে নিন আপনার আজকের দিন কেমন যাবে?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement