'করুণানিধিও MGR-জায়াকে মেরিনা-সমাধি দেননি', চলছে শুনানি

Last Updated:

হাইকোর্টে শুনানি চলাকালীন তামিল সরকারের তরফে বলা হয়, এমজি রামচন্দ্রণের স্ত্রী জানকী যখন মারা গিয়েছিলেন, সে বার করুণানিধি ছিলেন মুখ্যমন্ত্রী৷ তিনি মেরিনা বিচে সমাধিস্থ করতে দেননি জানকীর দেহ৷

#চেন্নাই: ডিএমকে সুপ্রিমো এম করুণানিধিকে কোথায় সমাধিস্থ করা হবে, তা নিয়ে মাদ্রাজ হাইকোর্টে চলছে শুনানি৷ করুণানিধির দেহ মেরিনা বিচে সমাধিস্থ করা যাবে না বলে মঙ্গলবার জানিয়ে দেয় তামিলনাড়ু সরকার৷ সেখান থেকেই যাবতীয় বিতর্কের শুরু৷
advertisement
হাইকোর্টে শুনানি চলাকালীন তামিল সরকারের তরফে বলা হয়, এমজি রামচন্দ্রণের স্ত্রী জানকী যখন মারা গিয়েছিলেন, সে বার করুণানিধি ছিলেন মুখ্যমন্ত্রী৷ তিনি মেরিনা বিচে সমাধিস্থ করতে দেননি জানকীর দেহ৷ আপাতত চেন্নাইয়ের রাজাজি হলে রাখা রয়েছে কলাইনরের দেহ৷ সেখানে কয়েক হাজার সমর্থক জড়ো হয়েছেন প্রিয় নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে৷ রাজাজি হলে র‍্যাফ নামানো হয়েছে৷ তিরঙ্গা অর্ধনমিত৷
advertisement
এসেছেন তাবড় রাজনৈতিক নেতার পাশাপাশি প্রচুর ফিল্ম তারকা৷ রয়েছেন মুখ্যমন্ত্রী ই পালানিস্বামী, উপমুখ্যমন্ত্রী ও পন্নিরসেলভম-সহ এআইএডিমকে নেতৃত্ব৷ হাইকোর্টে শুনানিতে তামিল সরকার যে অ্যাফিডেভিট জমা দিয়েছে, তাতে যুক্তি হল, প্রাক্তন মুখ্যমন্ত্রী (এম করুণানিধি) ও বর্তমান মুখ্যমন্ত্রী (জয়ললিতা)-র দেহ পাশাপাশি সমাধিস্থ করা প্রোটোকলের বিরুদ্ধে৷
তামিল সরকার স্পষ্ট জানিয়েছে, রাষ্ট্রীয় শোক পালন করা হবে, মেরিনা বিচে সমাধির জায়গা দেওয়া হবে না৷
বাংলা খবর/ খবর/দেশ/
'করুণানিধিও MGR-জায়াকে মেরিনা-সমাধি দেননি', চলছে শুনানি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement