China Teacher hanged: শিক্ষিকাকে ফাঁসিতে ঝোলাল চিন! বাচ্চাদের খাবারে বিষ মেশানোর অভিযোগে মৃত্যুদণ্ড
- Published by:Rohan roychowdhury
- news18 bangla
Last Updated:
২০২০ সাল থেকে হেনান প্রদেশের আদালতে মামলা চলছিল ওয়াংয়ের বিরুদ্ধে। বৃহস্পতিবার আদালতে দোষী সাব্যস্ত হন শিক্ষিকা
বেজিং: চিনে প্রতিবছর কত মানুষের মৃত্যুদণ্ড হয় তার সরকারি গণনা পৃথিবীর সামনে আনা হয় না আজ পর্যন্ত। মানুষ সৌদি আরবের ঘটনা জানতে পারে, কিন্তু চিনের মৃত্যুদণ্ড থাকে গোপনে। এবার চিনে এক প্রাথমিক স্কুলের শিক্ষিকাকে ফাঁসি দেওয়া হল। শিক্ষিকার নাম ওয়াং উন। বয়স ৩৯। ২০২০ সাল থেকে হেনান প্রদেশের আদালতে মামলা চলছিল ওয়াংয়ের বিরুদ্ধে। বৃহস্পতিবার আদালতে দোষী সাব্যস্ত হন শিক্ষিকা।
তার পরই তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ওই দিনই ফাঁসিতে ঝোলানো হয় ওয়াংকে। প্রাথমিক স্কুলের ২৫ খুদে পড়ুয়ার খাবারে বিষ মেশানোর অভিযোগ উঠেছিল স্কুলেরই এক শিক্ষিকার বিরুদ্ধে। সেই ঘটনায় এক শিশুর মৃত্যুও হয়েছিল। চার বছর আগের সেই ঘটনায় দোষী প্রমাণিত হন শিক্ষিকা। চলতি সপ্তাহেই তাঁকে ফাঁসিতে ঝোলায় চিন সরকার। শুক্রবার চিনের সরকারি সংবাদপত্রে ফাঁসির ঘটনাটি স্বীকার করা হয়েছে।তদন্তে নামে পুলিশ।
advertisement
Female teacher hanged to death for poisoning 25 children in #Chinahttps://t.co/WGnFkD4oub
— Kalinga TV (@Kalingatv) July 14, 2023
advertisement
কিন্তু কিছুতেই কোনও সূত্র খুঁজে পাচ্ছিল না তারা। এক বছরেরও বেশি সময় ধরে সেই তদন্ত চলে। অবশেষে এই ঘটনায় শিক্ষকের জড়িত থাকার সূত্র খুঁজে পান তদন্তকারীরা। কিন্তু তত দিনে স্কুল থেকে ইস্তফা দিয়ে দিয়েছিলেন ওয়াং। সেই শিক্ষককেই বৃহস্পতিবার ফাঁসিতে ঝোলাল চিন।
advertisement
ওই মহিলা শিক্ষিকা অবশ্য আদালতে আবেদন করেছিলেন বাঁচার জন্য। কিন্তু তাতে লাভ হয়নি। তিনি জানিয়েছিলেন তার এক সহযোগী সঙ্গে ঝগড়ার কারণেই তাকে ছোট করবেন বলেই এমন পথ নিয়েছিলেন তিনি। প্রাণ ভিক্ষা চেয়েছিলেন। কিন্তু এখন সব শেষ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jul 15, 2023 1:58 PM IST









