ধর্ম নিয়ে কোনও ভেদাভেদ নেই ভারতে : নরেন্দ্র মোদি

Last Updated:

লক্ষ্য ২০১৯ সালের লোকসভা নির্বাচন ৷ আর সেই লক্ষ্যভেদে একেবারে প্রস্তুত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

#নয়াদিল্লি: লক্ষ্য ২০১৯ সালের লোকসভা নির্বাচন ৷ আর সেই লক্ষ্যভেদে একেবারে প্রস্তুত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ধর্মের বিভেদ নিয়ে বারবার বিজেপি সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে কংগ্রেস ৷ এবার সেই হিন্দুত্বের খোঁচা নিয়েই সরব হলেন প্রধানমন্ত্রী ৷
বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে এদিন একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় রাজধানীতে ৷ সেই মঞ্চে দাঁড়িয়েই প্রধানমন্ত্রী বলেন, ধর্মের মধ্যে কোনও বিভেদ করে না ভারত ৷ এমনকী, ধর্মের বিভেদ নিয়ে কোনও দেশ কিংবা স্কুলে আক্রমণের কোনও ঘটনাও ভারতের ইতিহাসের পাতায় নেই ৷ গৌতম বুদ্ধ যে মানবতা বোধের কথা বলেছেন ৷ সেই দর্শনের উপর ভিত্তি করেই এই দেশ চলছে ৷
advertisement
নরেন্দ্র মোদি বলেন,
ভারত কখনও অন্যের চিন্তাধারাতে আঘাত দেয় না ৷ এমনকী, ধর্মের বিভেদে কোনও হিংসাত্মক ঘটনার ইতিহাসও নেই ভারতে ৷
advertisement
একইসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘যে দর্শনের উপর ভিত্তি করে দেশ চলছে, তা মানবতা বোধের উপর ভিত্তি করেই তৈরি হয়েছে ৷’
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ধর্ম নিয়ে কোনও ভেদাভেদ নেই ভারতে : নরেন্দ্র মোদি
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement