ধর্ম নিয়ে কোনও ভেদাভেদ নেই ভারতে : নরেন্দ্র মোদি

Last Updated:

লক্ষ্য ২০১৯ সালের লোকসভা নির্বাচন ৷ আর সেই লক্ষ্যভেদে একেবারে প্রস্তুত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

#নয়াদিল্লি: লক্ষ্য ২০১৯ সালের লোকসভা নির্বাচন ৷ আর সেই লক্ষ্যভেদে একেবারে প্রস্তুত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ধর্মের বিভেদ নিয়ে বারবার বিজেপি সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে কংগ্রেস ৷ এবার সেই হিন্দুত্বের খোঁচা নিয়েই সরব হলেন প্রধানমন্ত্রী ৷
বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে এদিন একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় রাজধানীতে ৷ সেই মঞ্চে দাঁড়িয়েই প্রধানমন্ত্রী বলেন, ধর্মের মধ্যে কোনও বিভেদ করে না ভারত ৷ এমনকী, ধর্মের বিভেদ নিয়ে কোনও দেশ কিংবা স্কুলে আক্রমণের কোনও ঘটনাও ভারতের ইতিহাসের পাতায় নেই ৷ গৌতম বুদ্ধ যে মানবতা বোধের কথা বলেছেন ৷ সেই দর্শনের উপর ভিত্তি করেই এই দেশ চলছে ৷
advertisement
নরেন্দ্র মোদি বলেন,
ভারত কখনও অন্যের চিন্তাধারাতে আঘাত দেয় না ৷ এমনকী, ধর্মের বিভেদে কোনও হিংসাত্মক ঘটনার ইতিহাসও নেই ভারতে ৷
advertisement
একইসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘যে দর্শনের উপর ভিত্তি করে দেশ চলছে, তা মানবতা বোধের উপর ভিত্তি করেই তৈরি হয়েছে ৷’
বাংলা খবর/ খবর/দেশ/
ধর্ম নিয়ে কোনও ভেদাভেদ নেই ভারতে : নরেন্দ্র মোদি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement