বাড়ির দেওয়াল চাপা পড়ে নিহত ২, ঘটনার তদন্তে পুলিশ
Last Updated:
খতিয়ে দেখা হচ্ছে এটি আদৌ এটি নিছকই দুর্ঘটনা না এর পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে
#পিংলা: বাড়ির দেওয়াল চাপা পড়ে নিহত ২ ও আহত ২। শনিবার সকালে পশ্চিম মেদিনীপুরের পিংলায় ঘটনাটি ঘটে । ঘটনাস্থলেই মৃত হয়েছেন দুইজন ও আহত হয় দুইজন।
ঘটনাটি ঘটেছে পিংলার ৬নং খিরাই এর সুরতচক এলাকায়। আজ সকালে মৃত নিমাই মাইতির পুরোনো মাটির বাড়ি ভাঙার কাজ চলছিল। কাজ চলাকালীন হঠাৎ করে বাড়ি দেওয়াল ভেঙে চাপা পড়ে মৃত্যু হয় দুই জনের। আহত হয়েছিলেন ওই দু'জনই। আহতদের পিংলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের নাম নিমাই মাইতি (বয়স ৯০ বছর) ও হরিপদ শাসমল (বয়স ৫০ বছর)।
advertisement
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে ৷ মৃতদেহগুলি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে । খতিয়ে দেখা হচ্ছে এটি আদৌ এটি নিছকই দুর্ঘটনা না এর পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে ৷ আপাতত সেই প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ ৷
advertisement
Location :
First Published :
September 29, 2018 5:49 PM IST