ত্রিপুরা পারলে বাংলাও পারবে: মোদি

Last Updated:

দীর্ঘ ২৫ বছরের অপেক্ষার অবসান ৷ ত্রিপুরা, নাগাল্যান্ড আজ গেরুয়া শিবিরের দখলে ৷ ত্রিপুরা জয়ের মঞ্চ থেকেই বাংলা দখলের ভবিষ্যদ্বানী করেছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতারা ৷

#মেদিনীপুর: দীর্ঘ ২৫ বছরের অপেক্ষার অবসান ৷ ত্রিপুরা, নাগাল্যান্ড আজ গেরুয়া শিবিরের দখলে ৷ ত্রিপুরা জয়ের মঞ্চ থেকেই বাংলা দখলের ভবিষ্যদ্বানী করেছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতারা ৷ ত্রিপুরায় বামেদের শক্ত ঘাঁটি ভেঙে বিজেপি ব্যাপক সাফল্য পেয়েছে বাংলায় ৷ তাহলে বাংলায় সম্ভব নয় কেন ?
বছর গড়ালেই লোকসভা নির্বাচন ৷ নির্বাচনে বিজেপির লক্ষ্য এবার বাংলা দখল ৷ সেই বাংলা দখলের লক্ষ্যেই এবার বাংলা সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ মেদিনীপুর কলেজ মাঠে কৃষক কল্যাণ সমাবেশ থেকে নরেন্দ্র মোদি বাংলা দখলেরই বার্তা দিলেন ৷ বলেন,
গণতন্ত্রের হত্যা হচ্ছে বাংলায় ৷ ত্রিপুরায় মুক্তির সূর্য উঠেছে ৷ সাহস দেখালে সাফল্য আসবে রাজ্যেও ৷
advertisement
advertisement
‘আমার সরকার, আপনাদের সরকার ৷ কৃষাণ দরদি সরকার ৷’ বাংলায় এসে স্পষ্ট বাংলা ভাষাতেই ভাষণ শুরু করলেন প্রধানমন্ত্রী ৷ ভাষণের শুরু থেকে শেষ, কখনও তৃণমূলকে আক্রমণ ! আবার কখনও কৃষদের জন্য একের পর এক প্রতিশ্রুতি ! আর সেই প্রতিশ্রুতি শুনেই জনসভা থেকে ভেসে আসল উচ্ছ্বাস আর করতালি ৷ মোদি বলেন,
দেশের অগ্রগতিতে কৃষকদের অবদান অমূল্য ৷ সভায় কৃষকদের ভিড় আমায় আপ্লুত করেছে ৷
advertisement
বাংলা যে কৃষিপ্রধান রাজ্য ৷ সেই বিষয়টি অজানা নয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ কৃষকদের মন জয় করতে পারলেই যে, বাংলা দখলের পরিকল্পনা সফল হবে সেই বিষয়টি অজানা নয় তাঁর ৷ তিনি বলেন,
বাংলায় আলুর ফলন ভাল হয় ৷ কৃষিতে প্রযুক্তির ব্যবহার হচ্ছে ৷ কৃষক স্বার্থে কাজ করে চলেছে কেন্দ্র ৷ ফসলের ন্যায্য দাম দিতে সচেষ্ট কেন্দ্র ৷ বাংলার কৃষকরা বিশেষভাবে উপকৃত হয়েছেন ৷ পাটে গত বছর কুইন্টালে ১৭০০ টাকা বেড়েছে ৷ ক্ষমতায় এসে চটের দাম বাড়িয়েছে কেন্দ্র ৷ জোয়ার,ভুট্টার সহায়ক মূল্য বেড়েছে ৷ সেই লক্ষ্যে কাজ করছে কেন্দ্রীয় সরকার ৷ ২০২২ সালে কৃষকদের আয় দ্বিগুণ হবে ৷
advertisement
মোদীর কৃষক প্রেম এবং রাজ্য সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সহযোগিতা রয়েছে ৷ সেই বিষয়টি এদিন অস্বীকার করলেন না প্রধানমন্ত্রী নিজেই ৷ তাই এদিন পরিবর্তনের বার্তা দিলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাতে ভুললেন না তিনি ৷ বলেন,
মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি কৃতজ্ঞ ৷ দিদি হাতজোড় করে স্বাগত জানিয়েছেন ৷ আমাকে স্বাগত জানিয়েছে তৃণমূলও ৷ বিপুল লোক সমাগম দেখে আমি আনন্দিত ৷
advertisement
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ত্রিপুরা পারলে বাংলাও পারবে: মোদি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement