'ভারত-পাক শান্তিরক্ষার অন্যতম কারিগর ছিলেন বাজপেয়ী': ইমরান খান
Last Updated:
#ইসলামাবাদ: প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পাকিস্তানের ভাবী প্রধানমন্ত্রী ইমরান খান ।
ভারতীয় রাজনীতিতে ভারতরত্ন বাজপেয়ীর অবদান অনস্বীকার্য । বিশেষত, ভারত-পাক সম্পর্কের উন্নতি নিয়ে বরাবরই তৎপর ছিলেন বাজপেয়ী । একটি বিবৃতিতে ইমরান জানিয়েছেন, ভারত-পাক সম্পর্ককে সবসময়েই সুদৃঢ় করতে চেয়েছিলেন বাজপেয়ী । তাঁর মৃত্যুতে দক্ষিণ-এশীয় রাজনীতির অপূরণীয় ক্ষতি হল । ইমরান আরও জানিয়েছেন, দুই দেশের মধ্যে রাজনৈতিক মতভেদ থাকলেও দুই পক্ষই শান্তি চায় । আর দুই দেশের মধ্যে শান্তি স্থাপনের মাধ্যমেই বাজপেয়ীকে সঠিক সম্মানজ্ঞাপন করা হবে । এই শোকের মুহূর্তে ভারতের পাশে আছে পাকিস্তান, মন্তব্য করেছেন ইমরান ।
advertisement
Pakistan Prime Minister-designate Imran Khan offered his condolences on the demise of former Prime Minister Atal Bihari Vajpayee, saying the best way to honour the "towering leader" is by establishing peace between India & Pakistan
Read @ANI Story | https://t.co/hrk0nlaEeu pic.twitter.com/C2nKJjO17e — ANI Digital (@ani_digital) August 16, 2018
advertisement
advertisement
প্রসঙ্গত, দুই দেশের মধ্যে পারস্পরিক বোঝাপড়া গড়ে তুলতেই বাসে করেই লাহোরে যাত্রা করেছিলেন বাজপেয়ী । দিল্লি-লাহোর বাস পরিষেবাও চালু করেছিলেন বাজপেয়ী ।
Location :
First Published :
August 17, 2018 12:18 PM IST