তৃণমূলের ক্যাডারের মতো কাজ করছে পুলিশ, বদলার হুমকি দিলীপের
Last Updated:
#ইসলামপুর: ইসলামপুরকাণ্ডের প্রতিবাদে হেমতাবাদে বিজেপির সভা। সামিল বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিনের সভা থেকে পুলিশকে ‘বদলা’র হুমকি দিলেন দিলীপ ঘোষ ৷ তিনি বলেন ‘পুলিশ তৃণমূলের ক্যাডার ৷ তৃণমূলের ক্যাডারের মতো কাজ করছে ৷ পুলিশ আপনারা মনে রাখুন ৷ আপনাদের কাজ করতে হবে ৷ এই সরকার বেশি দিন নেই ৷ আমরা আইপিএস-ওসিদের নাম মনে রাখছি ৷ আমরাও বদলা নেব ৷’
আরও পড়ুন: ইসলামপুরের জের, শিক্ষক নিয়োগ স্থগিত রাজ্যে
এর পাশাপাশি শংকরকে সমর্থন জানান বিজেপি রাজ্য সভাপতি ৷
advertisement
রাতে এলে পুলিশকে বেঁধে মারতেই হবে ৷ মানুষের রাতের ঘুম কাড়তে পারে না পুলিশ ৷ হেমতাবাদে মন্তব্য বিজেপি রাজ্য সভাপতির ৷ এর আগে পুলিশ পেটানোর নিদান দেন শংকর চক্রবর্তী ৷
Location :
First Published :
September 25, 2018 5:16 PM IST