চিকিৎসার গাফিলতির অভিযোগে রণক্ষেত্র ধূপগুড়ি হাসপাতাল, জরুরি বৈঠকে হাসপাতাল কর্তৃপক্ষ
Last Updated:
গতকাল রাতেই নয়া চিকিৎসক আনা হয়েছে ধূপগুড়ি ব্লক স্বাস্থ্যকেন্দ্র । তবে, তাতেও সমস্যার সমাধান হয়নি ৷ শুক্রবার রাতেই আক্রান্ত হন নতুন চিকিৎসক ৷
#ধূপগুড়ি: গতকাল রাতেই নয়া চিকিৎসক আনা হয়েছে ধূপগুড়ি ব্লক স্বাস্থ্যকেন্দ্র । তবে, তাতেও সমস্যার সমাধান হয়নি ৷ শুক্রবার রাতেই আক্রান্ত হন নতুন চিকিৎসক ৷ চিকিৎসার গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগে হাসপাতাল চত্বরে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা ৷ পরিস্থিতি নিয়ন্ত্রন করতে নাজেহাল অবস্থা হয় হাসপাতাল কর্তৃপক্ষের ৷ জট কাটাতে হাসপাতাল শনিবার সকালেই চিকিৎসকদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন সিএমওএইচ, বিডিও, আইসি ৷
গত শনিবার থেকে ধূপগুড়ি হাসপাতালে চিকিৎসক কম ৷ ছিল না চিকিৎসার পরিবেশও ৷ যার জেরে হাসপাতালে উপচে পড়ছিল রোগীদের ভিড় ৷ তাই শুক্রবার রাতেই তড়িঘড়ি অন্য হাসপাতাল থেকে চিকিৎসক নিয়ে আসা হয় ৷ কিন্তু এরপরেও সমস্যার সমাধান হয়নি ৷ গতকাল রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে অমরচাঁদ সরকারের মৃত্যু হয় ৷ এরপরই চিকিৎসার গাফিলতির অভিযোগে নতুন চিকিৎসকের উপরে হামলা চালায় রোগীর পরিবার ৷ আতঙ্কে কাজ করতে চাইছেন না ওই চিকিৎসক ৷ পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে ৷ অভিযুক্তদের চিহ্নিত করতে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ ৷ ছবি তুলতে গিয়ে আক্রান্ত হন সাংবাদিকরাও ৷ আজ সকাল থেকে ফের অচলাবস্থা হাসপাতালে ৷
advertisement
advertisement
সমস্যার সমাধানের জন্য আজই জরুরি বৈঠক করে হাসপাতাল কর্তৃপক্ষ ৷ বৈঠকে উপস্থিত ছিলেন সিএমওএইচ, বিডিও, আইসি ৷ চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন সিএমওএইচ ৷ সিএমওইচের অনুরোধে আউটডোরে প্রাথমিকভাবে শুরু হয়েছে চিকিৎসা ব্যবস্থা ৷
Location :
First Published :
June 09, 2018 2:41 PM IST