চিকিৎসার গাফিলতির অভিযোগে রণক্ষেত্র ধূপগুড়ি হাসপাতাল, জরুরি বৈঠকে হাসপাতাল কর্তৃপক্ষ

Last Updated:

গতকাল রাতেই নয়া চিকিৎসক আনা হয়েছে ধূপগুড়ি ব্লক স্বাস্থ্যকেন্দ্র । তবে, তাতেও সমস্যার সমাধান হয়নি ৷ শুক্রবার রাতেই আক্রান্ত হন নতুন চিকিৎসক ৷

#ধূপগুড়ি: গতকাল রাতেই নয়া চিকিৎসক আনা হয়েছে ধূপগুড়ি ব্লক স্বাস্থ্যকেন্দ্র । তবে, তাতেও সমস্যার সমাধান হয়নি ৷ শুক্রবার রাতেই আক্রান্ত হন নতুন চিকিৎসক ৷ চিকিৎসার গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগে হাসপাতাল চত্বরে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা ৷ পরিস্থিতি নিয়ন্ত্রন করতে নাজেহাল অবস্থা হয় হাসপাতাল কর্তৃপক্ষের ৷ জট কাটাতে হাসপাতাল শনিবার সকালেই চিকিৎসকদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন সিএমওএইচ, বিডিও, আইসি ৷
গত শনিবার থেকে ধূপগুড়ি হাসপাতালে চিকিৎসক কম ৷ ছিল না চিকিৎসার পরিবেশও ৷ যার জেরে হাসপাতালে উপচে পড়ছিল রোগীদের ভিড় ৷ তাই শুক্রবার রাতেই তড়িঘড়ি অন্য হাসপাতাল থেকে চিকিৎসক নিয়ে আসা হয় ৷ কিন্তু এরপরেও সমস্যার সমাধান হয়নি ৷ গতকাল রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে অমরচাঁদ সরকারের মৃত্যু হয় ৷ এরপরই চিকিৎসার গাফিলতির অভিযোগে নতুন চিকিৎসকের উপরে হামলা চালায় রোগীর পরিবার ৷ আতঙ্কে কাজ করতে চাইছেন না ওই চিকিৎসক ৷ পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে ৷ অভিযুক্তদের চিহ্নিত করতে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ ৷ ছবি তুলতে গিয়ে আক্রান্ত হন সাংবাদিকরাও ৷ আজ সকাল থেকে ফের অচলাবস্থা হাসপাতালে ৷
advertisement
advertisement
সমস্যার সমাধানের জন্য আজই জরুরি বৈঠক করে হাসপাতাল কর্তৃপক্ষ ৷ বৈঠকে উপস্থিত ছিলেন সিএমওএইচ, বিডিও, আইসি ৷ চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন সিএমওএইচ ৷ সিএমওইচের অনুরোধে আউটডোরে প্রাথমিকভাবে শুরু হয়েছে চিকিৎসা ব্যবস্থা ৷
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
চিকিৎসার গাফিলতির অভিযোগে রণক্ষেত্র ধূপগুড়ি হাসপাতাল, জরুরি বৈঠকে হাসপাতাল কর্তৃপক্ষ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement