বিয়ে করতে সাইকেলে রওনা বরের
Last Updated:
শনিবার রাতে উত্তরপ্রদেশের প্রতাপগড়ে বর সহ সমগ্র বরযাত্রী সাইকেলে করে কনের বাড়িতে পৌছয় ৷ বরপক্ষ জানিয়েছে পরিবেশ দূষণ রুখতেই তাঁদের এই পদক্ষেপ ৷ কনের বাড়িতেও বরযাত্রীদের অভ্যর্থনা জানানোর পদ্ধতিও ছিল অভিনব, ফুলের বদলে রুদ্রাক্ষের মালা দিয়ে বরযাত্রীদের অভ্যর্থনা করা হয় ৷ এই ব্যাতিক্রমী ঘটনাই এখন এলাকাবাসীর চর্চার বিষয় ৷
#লখনউ: শনিবার রাতে উত্তরপ্রদেশের প্রতাপগড়ে বর সহ সমগ্র বরযাত্রী সাইকেলে করে কনের বাড়িতে পৌছয় ৷ বরপক্ষ জানিয়েছে পরিবেশ দূষণ রুখতেই তাঁদের এই পদক্ষেপ ৷ কনের বাড়িতেও বরযাত্রীদের অভ্যর্থনা জানানোর পদ্ধতিও ছিল অভিনব ৷ ফুলের বদলে রুদ্রাক্ষের মালা দিয়ে বরযাত্রীদের অভ্যর্থনা জানানো হয় ৷ এই ব্যাতিক্রমী ঘটনাই এখন এলাকাবাসীর চর্চার বিষয় ৷
আরও পড়ুন : মুর্শিদাবাদে উদ্ধার বেআইনি মাদক, গ্রেফতার ১
প্রতাপগড়ের দানপুরের বাসিন্দা বেদপ্রকাশ তিওয়ারির ছেলে প্রদীপ কুমারের সঙ্গে রবীন্দ্রনাথ মিশ্রর মেয়ে মুদিতার বিয়ের অনুষ্ঠানেই এমন ব্যতিক্রমী ঘটনা ঘটেছে ৷ দুই পরিবার সূত্রে জানা গেছে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও পরিবেশ সচেতনতা বাড়ানোর জন্যই এমন পদক্ষেপ তাঁদের ৷
advertisement
advertisement
আরও পড়ুন : খড়দহে মাথা থেঁতলে এক ব্যক্তিকে খুন
দুপক্ষ এই বিয়েতে একমত হওয়ার পরই এমন এক ব্যতিক্রমী সিদ্ধান্ত নেয় দুই পরিবার ৷ তাঁদের বিশ্বাস কিছুটা হলেও প্রকৃতিবান্ধব এই সিদ্ধান্ত অনুপ্রেরণা যোগাবে অন্যদের ৷
Location :
First Published :
April 28, 2018 3:20 PM IST