মেয়ের সঙ্গে প্রেম করছে সন্দেহে একাদশ শ্রেণির ছাত্রকে খুন করার অভিযোগ কিশোরীর বাবার বিরুদ্ধে

Last Updated:

মেয়ের সঙ্গে প্রেম করছে এই সন্দেহে ফিল্মী কায়দায় ভাড়াটে দুষ্কৃতীদের সাহায্যে একাদশ শ্রেণির ছাত্রকে বাড়ি থেকে তুলে আনল কিশোরীর বাবা ৷

#কাঁথি: মেয়ের সঙ্গে প্রেম করছে এই সন্দেহে ফিল্মী কায়দায় ভাড়াটে দুষ্কৃতীদের সাহায্যে একাদশ শ্রেণির ছাত্রকে বাড়ি থেকে তুলে আনল কিশোরীর বাবা ৷ এলাকার মাঠের পাশে পরিত্যক্ত একটি ভেড়ির কাছ জোর করে মদ্যপান করানো হয় ৷ পরে তাকে বেধড়ক মারধর করে কিশোরীর বাবা-সহ ভাড়াটে দুষ্কৃতীরা।একাদশ শ্রেণির ছাত্র ও কিশোরের বাবা নাড়ু গোপাল মাইতি গ্রামের কয়েকজনকে নিয়ে খবর পেয়ে ঐ পালা ঘর থেকে উদ্ধার করে আনলেও রাস্তা থেকে ফের ছিনিয়ে নিয়ে যায় কিশোরীর বাবা-সহ ভাড়াটে দুষ্কৃতীরা।
এরপর সারা রাত ধরে বহু খোঁজাখুঁজির পরও ছেলের খোঁজ না মেলায় কাঁথি থানার পুলিশকে খবর দেয় কিশোরের বাবা নাড়ুগোপাল মাইতি। তারপর ভোরবেলা বাড়ির থেকে দূরে পুকুর পাড়ে একটি গাছে গলায় দড়ির ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখতে পায় স্থানীয় বাসিন্দারা।
advertisement
advertisement
ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ ঘটনায় পুলিশ তিন অভিযুক্তকে আটক করেছে । কিন্তু মূল দুই অভিযুক্ত পলাতক বলে জানিয়েছে পুলিশ।
advertisement
স্থানীয় ও পুলিশ সুত্রে খবর,কাঁথির শুনিয়া গ্রামের প্রদীপ মাইতি ঘোড়াঘাটা হাই স্কুলের একাদশ শ্রেনীর ছাত্র ছিল। একই স্কুলের নবম শ্রেণীর ছাত্রীর সঙ্গে বন্ধুত্ব হয় তার ৷
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মেয়ের সঙ্গে প্রেম করছে সন্দেহে একাদশ শ্রেণির ছাত্রকে খুন করার অভিযোগ কিশোরীর বাবার বিরুদ্ধে
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
  • শীতের আমেজ !

  • কলকাতায় রাতের তাপমাত্রা নামবে

  • দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement