ভাড়াবৃদ্ধির দাবিতে ৭জুন থেকে ধর্মঘটের সিদ্ধান্ত বাস মালিকদের
Last Updated:
ভাড়াবৃদ্ধির দাবিতে ৭জুন থেকে ধর্মঘটের সিদ্ধান্ত বাস মালিকদের
#কলকাতা: ভাড়া না বাড়ালে ৭জুন থেকে ধর্মঘটের সিদ্ধান্ত বাস মালিকদের ৷ সোমবার জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেটের বৈঠক হয় ৷ সেই বৈঠকের পরই ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছে বাস মালিকরা ৷
ভাড়া না বাড়ালে ৭জুন থেকে ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছে বাস মালিকেরা ৷ ৬জুন পর্যন্ত সরকারকে সময় দিচ্ছেন বাস মালিকরা ৷ ভাড়া না বাড়ালে ৭জুন থেকে ধর্মঘট ৷
সূত্রের খবর, আজ বৈঠকে তুমুল বিতণ্ডা সদস্যদের মধ্যে ৷
advertisement
সরকার যে ভাড়া বাড়াতে রাজি নয়, জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেটের পদাধিকারীরা ৷ এরপরই পদাধিকারীদের ঘেরাও করেন অন্য সদস্যরা ৷
Location :
First Published :
June 04, 2018 8:45 PM IST