ক্যাথিড্রালের সামনে জোড়া বিস্ফোরণে মৃত ১৯, আহত একাধিক

Last Updated:
#ম্যানিলা: দক্ষিণ ফিলিপাইন্সের একটি রোমান ক্যাথিড্রালের বাইরে জোড়া বিস্ফোরণ ৷ এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর মিলেছে ৷ আহত অন্ততপক্ষে ৪৯ ৷ এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক ৷ গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ৷
রবিবার সকালে বিস্ফোরণটি ঘটে ৷ সেই মুহূর্তে ক্যাথিড্রালের ভিতরে চলছিল সানডে মাসের বিশেষ প্রার্থনা ৷ ক্যাথিড্রালের ভিতরে প্রার্থনায় মগ্ন সকলে ৷ আচমকাই প্রবল জোড়ে কেঁপে উঠল গোটা ক্যাথিড্রাল ৷ প্রথম বিস্ফোরণটি হয় ক্যাথিড্রালের ভিতরে ৷ সেই বিস্ফোরণের কয়েক মুহূর্তের মধ্যেই ফের বিস্ফোরণ ঘটে ক্যাথিড্রালের বাইরে ৷
গোটা এলাকাটি ঘিরে ফেলে পুলিশ ৷ বন্ধ হয়ে গিয়েছে যান চলাচল ৷ চলছে টহলদারি ৷ জারি হয়েছে রেড অ্যালার্ট ৷ মৃতদেহগুলি ময়নাতদন্তে পাঠানো হয়েছে ৷ আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷
advertisement
advertisement
প্রসঙ্গত, এই বিস্ফোরণের পিছনে কোনও জঙ্গি গোষ্ঠীর হাত রয়েছে বলেই আশঙ্কা করা হচ্ছে ৷ যদিও এখনও পর্যন্ত কোনও জঙ্গি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি ৷ ফিলিপাইন্সের প্রতিরক্ষাসচিব ডেলফিন লোরেনজাঞ্ঝা নির্দেশ দিয়েছেন, সারা দেশের ধর্মের প্রার্থনাস্থলগুলি সম্পূর্ণ নিরাপত্তার বেড়াজালে মুড়ে ফেলার ৷ পাশাপাশি দেশের সর্বত্রই নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
ক্যাথিড্রালের সামনে জোড়া বিস্ফোরণে মৃত ১৯, আহত একাধিক
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement