ব্রাজিল টিম বাসে পাথর-ডিম, দেখুন ভিডিও
Last Updated:
ব্রাজিল এবারের বিশ্বকাপে অন্যতম ফেভারিট দল হিসেবে শুরু করলেও মাঝপথেই হোঁচট খেয়ে বাড়ি ফিরে গেছে ৷
#রিও ডি জেনেইরো: ব্রাজিল এবারের বিশ্বকাপে অন্যতম ফেভারিট দল হিসেবে শুরু করলেও মাঝপথেই হোঁচট খেয়ে বাড়ি ফিরে গেছে ৷ তবে ফ্যানদের ক্ষোভের আগুন কমেনি ৷
আর তাদের রাগের ঝাঁঝের প্রকাশ পেল ব্রাজিল দল দেশে ফিরতেই ৷ টিম বাস আটকে তার দিকে পাথর, পচা ডিম ছোঁড়েন বিক্ষোভকারীরা ৷ অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে বাস এগোতে পারছিল না
advertisement
advertisement
পরে পুলিশ এসে বিক্ষোভকারীদের হাটিয়ে দেয় ৷ তারপর টিম বাস যেতে পারে ৷ কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের কাছে ২-১ হেরে দেশে ফিরছিল ব্রাজিল দল ৷
আসলে ২০০২ -র পর ব্রাজিল বিশ্বকাপ ঘরে তুলতে পারেনি ৷ প্রতিবারই আশা জাগিয়েও ব্যর্থ হয়েছে ৷ ২০১৪ -তে সেমিফাইনালে তারা হেরেছিল জার্মানির কাছে ৭-১ গোলে ৷ এবারও কোয়ার্টার ফাইনালেই দৌড় শেষ হয় তিতে-র ছেলেদের ৷ এদিকে ব্রাজিল বাস লক্ষ্য করে বিক্ষোভকারীদের বিক্ষোভ প্রদর্শনের ছবি ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল সাইটে ৷
advertisement
Location :
First Published :
July 09, 2018 3:52 PM IST