হাসপাতালে হেডলি, বেধড়ক মারে মৃত্যুমুখে মুম্বই হামলার 'হোতা'

Last Updated:

গত ৮ জুলাই ওই জেলের দুই কয়েদি বেধড়ক মারে মুম্বই সন্ত্রাসের মূলচক্রীকে৷ রক্তাক্ত অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় নর্থ এভানস্টন হাসপাতালে৷

#শিকাগো: ২৬/১১ মুম্বই সন্ত্রাসের অন্যতম অপরাধী ডেভিড কোলম্যান হেডলির শারীরিক অবস্থা আশঙ্কাজনক ৷ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে সে৷ জানা গিয়েছে, শিকাগোর জেলে বন্দিদের মারে গুরুতর আহত ওই মার্কিন-পাকিস্তানি জঙ্গি৷
সংবাদসংস্থা সূত্রের খবর, শিকাগোর মেট্রোপলিটান কারেকশনাল সেন্টারে বন্দি রয়েছে হেডলি৷ গত ৮ জুলাই ওই জেলের দুই কয়েদি বেধড়ক মারে মুম্বই সন্ত্রাসের মূলচক্রীকে৷ রক্তাক্ত অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় নর্থ এভানস্টন হাসপাতালে৷ সেখানেই ক্রিটিকাল কেয়ার ইউনিটে চিকিত্‍সাধীন হেডলি৷ শারীরিক অবস্থার অবনতি ঘটছে৷ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে সে৷
মার্কিন আদালতের রায়ে মুম্বই সন্ত্রাসে অপরাধী হেডলি ৩৫ বছরের কারাদণ্ড কাটাচ্ছে৷ মুম্বই সন্ত্রাসের আগে ভারতের একাধিক শহর রেকি করেছিল হেডলি৷ ২০০৮ সালে মুম্বই হামলায় মৃত্যু হয়েছিল ১৬০ জনের৷ তবে শিকাগোর জেল কর্তৃপক্ষ অবশ্য ওই জঙ্গির শারীরিক অবস্থা নিয়ে মুখ খুলতে নারাজ৷
advertisement
বাংলা খবর/ খবর/বিদেশ/
হাসপাতালে হেডলি, বেধড়ক মারে মৃত্যুমুখে মুম্বই হামলার 'হোতা'
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement