ফের স্ক্রাব টাইফাসের থাবা রাজ্যে, আক্রান্ত ১৬ শিশু
Last Updated:
#পাঁশকুড়া: ফের স্ক্রাব টাইফাসের হানা। পাঁশকুড়ার বেসরকারি হাসপাতালে স্ক্রাব টাইফাসে আক্রান্ত পনেরো শিশু। তবে আতঙ্কের কারণ দেখছেন না চিকিৎসকরা।
জ্বর, গায়ে জ্বালা, গ্ল্যান্ডে ব্যথা। এমন উপসর্গে কাবু হয়ে পাঁশকুড়ার বেসরকারি হাসপাতালে ভরতি পনেরো জন শিশু। চিকিৎসকের মত, স্ক্রাব টাইফাসে আক্রান্ত তারা। আক্রান্তরা দুই মেদিনীপুর ও হাওড়ার বাসিন্দা।
আরও পড়ুন
advertisement
স্ক্রাব টাইফাসের উপসর্গ
- জ্বর
advertisement
- গায়ে র্যাশ
- গ্ল্যান্ডে ব্যথা
- শরীরে সিগারেটের ছেঁকার মতো অনুভূতি
কীভাবে ছড়ায় রোগ?
- স্ক্রাব টাইফাস একধরনের ব্যাকটেরিয়া
- ইঁদুর ও বন্য বেড়ালের গায়ে থাকা মাইটের মাধ্যমে ছড়ায় রোগ
ম্যালেরিয়া, ডেঙ্গি বা টাইফয়েডের মতো নির্দিষ্ট পরীক্ষায় ধরা পড়ে না এই রোগ। তবে এ নিয়ে আতঙ্কের কারণ দেখছেন না চিকিৎসকরা। সচেতন থাকলে এই রোগ আটকানো যায় বলেই মত তাঁদের।
view commentsLocation :
First Published :
August 09, 2018 1:45 PM IST