প্রতিবেশী নেপালে অশান্তির পরিবেশ সৃষ্টি হয়েছে। দুশ্চিন্তা, উদ্বেগ, ও অস্থিরতা কবিগুরুর বোলপুর শান্তিনিকেতনের নেপালিদের! এখানে বসবাসকারী প্রায় ২০-২৫ টি নেপালি পরিবার পরিজনদের জন্য দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। ঘুম উড়েছে বোলপুরের নেপালিদের। এখানে মূলত তাঁরা নিরাপত্তারক্ষীর পাশাপাশি গাইড-এর কাজ করেন। বেশিরভাগই নেপালি বহু বছর আগে কাজের সন্ধানে পরিবার পরিজন ছেড়ে বোলপুরে এসেছিলেন। বর্তমানে বোলপুর মিশন কম্পাউন্ড এলাকায় স্থায়ী বাসিন্দা হলেও আত্মীয়-পরিজন রয়েছেন নেপালে। তাঁদের আত্মীয়-স্বজনেরা কেউ থাকেন কাঠমান্ডুতে, কেউ আবার পোখরা, জনকপুর বা নেপালের অন্য কোনও জায়গায়।