Indian Railways: ফের বড় বিপদ ট্রেনে, স্টেশনে ঢোকার আগেই ট্রেনের উপর ছিঁড়ে পড়ল হাই ভোল্টেজ বিদ্যুতের তার। রেল সূত্রে খবর, মালদহ থেকে আজিমগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছিল মালদহ-আজিমগঞ্জ এক্সপ্রেস। নিউ ফরাক্কা স্টেশনে ঢোকার আগেই ছিঁড়ে পড়ে বিদ্যুতের তারটি। এই ঘটনায় তুমুল আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। সঙ্গে সঙ্গে ট্রেনটিকে দাঁড় করানো হয় দুর্ঘটনাস্থলে। ধীরে-ধীরে যাত্রীদের নামানো হয় রেল স্টেশনে। ঘটনাটি ঘটেছে ফরাক্কা ব্যারেজে ঢোকার ঠিক আগে। দুর্ঘটনাস্থলে এসে পৌঁছেছেন রেলের আধিকারিকরা।
Indian Railways: ফের ট্রেনে বড় বিপদ, ফরাক্কায় ট্রেনে ছিঁড়ে পড়ল হাই ভোল্টেজ তার, আতঙ্কে যাত্রীরা! দেখুন ভিডিও
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷