রোদের গরম ও তীব্রতা ক্রমশ বেড়েই চলেছে জেলা জুড়ে। গরমে রীতিমতো নাভিশ্বাস উঠছে জেলার মানুষদের। কোচবিহারের এক যুবক, যিনি পেশাগতভাবে একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। তবে এ নেশাগতভাবে তিনি একজন ফুড ব্লগার। এই গরমে রোদের তাপ ঠিক কতটা তা তিনি প্রমাণ করতে তৈরি করেছেন এক বিশেষ ভিডিও। আর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আসার পর থেকেই ব্যাপক ভাইরাল। ভাবছেন কী রয়েছে এই ভিডিওতে? এই ভিডিওতে রোদের তাপের মধ্যেই রান্না করা হয়েছে ডিমের পোচ। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই সত্যি!