
Bihar Election 2025 | প্রায় বিশ সাল ধরে বিহার রাজনীতির হার্ট লাইন বলা যেতে পারে নীতীশ কুমারকে। একের পর এক মাইলস্টোন সিদ্ধান্ত বিহারের পরিচয়কে অনেক ক্ষেত্রে পাল্টে দিয়েছে। বিহারের রাজনৈতিক হিরো বা ভিলেন বললে একটি নামই ভেসে আসছে, নীতীশ কুমার। সুনাম থেকে শুরু করে সমালোচনা, সবই তাঁর ঝুলিতে। ২০০৫ সালে যখন তিনি প্রথম ক্ষমতায় আসেন, তখন বিহার, লালু রাজের আইনশৃঙ্খলার একেবারে তলানিতে থাকা একটা রাজ্য। নীতীশ প্রশাসনে শৃঙ্খলা ফিরিয়েছিলেন। রাস্তা, স্কুল, স্বাস্থ্যকেন্দ্র, বহু পদক্ষেপ নিয়েছিলেন। সেই সাফল্যের পিঠে চেপেই ২০ বছর বিহারের সিংহাসনে তিনি। রাজনৈতিক ক্যারিয়ারে একের পর এক সিদ্ধান্ত তাঁকে বিহারের রাজনীতিতে শুধু জনপ্রিয় করেনি, গোটা দেশেই তাঁর তৈরি করা প্রকল্প, ভোট রাজনীতির পরিসংখ্যানকে পাল্টে দিয়েছে। শাসক হোক বা বিরোধী, সমস্ত রাজ্যই তাঁর তৈরি করা প্রকল্প গ্রহণ করতে বাধ্য হয়েছে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ‘গুড গভর্নেন্স বাবু’ থেকে এখন তিনি অভিযুক্ত হচ্ছেন ক্লান্ত ও বিভ্রান্ত শাসক হিসেবে। তবুও এবারের নির্বাচনেও তাঁর মাস্টারস্ট্রোক, মহিলাদের অ্যাকাউন্টে ১০ হাজার টাকা। তাই বিহারের সাধারণ মানুষের মনে সমালোচনা বলুন বা ভালবাসা, একটি নামই সবার মুখে মুখে ঘুরে বেড়াচ্ছে। সেই নামটি হচ্ছে নীতীশ কুমার। এখন প্রশ্ন হচ্ছে তিনিই কি আবার বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন?
Last Updated: November 11, 2025, 20:17 ISTএক পোস্টেই বাজিমাত! শখের বসে শুরু বানানোর শুরু, আজ রমরমিয়ে চলছে ব্যবসা
Last Updated: November 06, 2025, 17:22 ISTদুজনেই পেশায় নৃত্যশিল্পী। প্রায় দুই বছর আগে পরিচয় হয় তাদের, ফোনালাপে গড়ে ওঠে বন্ধুত্ব, তারপর ধীরে ধীরে গভীর সম্পর্ক। রিয়া যখন পরিবারের কাছে সম্পর্কের কথা জানান, তারা তা মেনে নেয়নি। বাধ্য হয়ে রিয়া বাড়ি ছাড়েন এবং রাখির বাড়িতে গিয়ে ওঠেন। রাখির পরিবার শুরু থেকেই পাশে দাঁড়ায়। প্রতিবেশীদের সঙ্গে আলোচনা করেই তাদের বিয়ের আয়োজন হয় স্থানীয় এক মন্দিরে। পরস্পরের গলায় মালা পরিয়ে জীবনের নতুন অধ্যায়ে পা রাখেন দুই তরুণী।
Last Updated: November 05, 2025, 20:25 ISTকার্তিক মাসের পূর্ণিমা তিথিতে দেব দীপাবলি পালিত হয়। এটিকে দেবতাদের দীপাবলি বলা হয়, কারণ ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দিনে সমস্ত দেব-দেবী স্বর্গ থেকে নেমে আসেন এবং গঙ্গার তীরে প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উদযাপন করেন। প্রতি বছর হরিদ্বারে এই উৎসব অত্যন্ত উৎসাহ ও ভক্তির সঙ্গে পালিত হয়। কার্তিক পূর্ণিমা উপলক্ষে লাখ লাখ ভক্ত হর কি পৌড়িতে যান, গঙ্গায় স্নান করেন এবং ভগবান বিষ্ণু, শিব এবং মা গঙ্গার পূজা করেন।
Last Updated: November 04, 2025, 19:09 ISTছত্তিশগড়ের বিলাসপুরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। মুখোমুখি সংঘর্ষ হয় একটি যাত্রিবাহী ট্রেন এবং মালগাড়ির। দুর্ঘটনার পরে মালগাড়ির মাথায় উঠে দুমড়ে মুছড়ে যায় ট্রেনের কামরা। এই ঘটনায় বহু মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
Last Updated: November 04, 2025, 18:55 ISTরবিবার রাতটা শিলিগুড়ির মানুষের কাছে শুধু এক রাত নয়—এক ইতিহাস। ভারতের মহিলা ক্রিকেট দলের বিশ্বকাপ জয়ের সঙ্গে সঙ্গে শহর জুড়ে শুরু হয় অন্যরকম উচ্ছ্বাস। কারণ এই জয়ের নেপথ্যে রয়েছেন শিলিগুড়িরই মেয়ে রিচা ঘোষ, যিনি প্রথম বাঙালি ক্রিকেটার হিসেবে বিশ্বকাপ জেতার স্বপ্ন পূরণ করলেন।
Last Updated: November 03, 2025, 19:15 IST