SIR: SIR মামলায় বড় ধাক্কা খেল নির্বাচন কমিশন। ১২ তম ডকুমেন্টস হিসেবে আধার কার্ডকে গ্রহণ করার নির্দেশ সুপ্রিম কোর্টের। তবে আধার কার্ডের সত্যতা যাচাই করতে পারবে কমিশন। এসআইআর মামলার নির্দেশে এমনই জানাল বিচারপতি সূর্য কান্ত ও জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ। ১১ ডকুমেন্ট ছিলে SIR-এর জন্য।