
India Attack on Pakistan Today: আজকের সবথেকে বড় খবর। পহেলগাঁও হামলার বদলা। ভারতের অপারেশন সিঁদুর। গুড়িয়ে দেওয়া হল পাকিস্তানের জঙ্গিঘাঁটি। মধ্যরাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে হামলা। পাকিস্তান ও POK-র ৯ জায়গায় হামলা। পাকিস্তানের পঞ্জাব প্রদেশের বহাওয়ালপুরে জঙ্গি ঘাঁটিতে অ্যাটাক। POK-র কোটলি, মুজফ্ফরাবাদে হামলা ভারতের। নিজের এয়ারস্পেস থেকেই হামলা ভারতীয় সেনার। স্থল-নৌ-বায়ুসেনার জয়েন্ট অপারেশন। রাত ১টা নাগাদ হামলা চালানো হয়। পহেলগাঁও হামলার বদলা। ভারতের অপারেশন সিঁদুর। গুঁড়িয়ে দেওয়া হল পাকিস্তানের জঙ্গিঘাঁটি। মধ্যরাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে হামলা। পাকিস্তান ও POK-র ৯ জায়গায় হামলা। পাকিস্তানের পঞ্জাব প্রদেশের বহাওয়ালপুরে জঙ্গি ঘাঁটিতে অ্যাটাক। POK-র কোটলি, মুজফ্ফরাবাদে হামলা ভারতের। নিজের এয়ারস্পেস থেকেই হামলা ভারতীয় সেনার। স্থল ও বায়ুসেনার জয়েন্ট অপারেশন। পহেলগাঁওয়ে স্ত্রীর সামনে খুন করা হয়েছিল স্বামীদের। নিহতদের শ্রদ্ধা জানিয়ে অভিযানের নাম -- অপারেশন সিঁদুর পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে আঘাত হানল ভারতীয় বাহিনী। কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জবাব দিল ভারত ৷ মঙ্গলবার গভীর রাতে পাকিস্তান এবং PoK-র বিভিন্ন জায়গা টার্গেট করে মিসাইল হামলা চালিয়েছে ভারতীয় সেনা ৷ যার নাম ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor) ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাতভর নিবিড়ভাবে গোটা অপারেশন পর্যবেক্ষণ করেছেন, যেখানে ভারতীয় সেনা পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত জম্মু ও কাশ্মীরে (পিওকে) ৯টি জঙ্গি লঞ্চপ্যাডে মিসাইল হামলা চালায়। সরকারি সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী দিল্লি থেকে গোটা অপারেশনের রিয়েল-টাইম আপডেট পর্যবেক্ষণ করেছেন এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে বাহাওয়ালপুরে জৈশ-ই-মহম্মদ (জেইএম) এবং মুরিদকেতে লস্কর-ই-তৈবা (এলইটি)-এর সদর দফতর-সহ ৯টি নির্দিষ্ট জঙ্গি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে।
Last Updated: May 07, 2025, 09:51 ISTআর কতদিন এতটা কনকনে শীত? তাপমাত্রা কী আরও কমবে? কুয়াশার ঘনঘটা কোন জেলায় আজ, জেনে নিন আমাদের প্রতিনিধির থেকে
Last Updated: Jan 08, 2026, 19:13 ISTকনকনে ঠান্ডায় স্লিভলেস ব্লাউজ- সিল্ক শাড়িতে নুসরত! শীতে র্যাম্পে উষ্ণতা ছড়ালেন সুন্দরী
Last Updated: Jan 07, 2026, 14:40 ISTকনকনে শীত আর কতদিন আবহাওয়ার বিস্তারিত জানাবেন প্রতিনিধি বিশ্বজিৎ সাহা
Last Updated: Jan 07, 2026, 13:03 ISTভজনের মাঝেই অদ্ভূত আচরণ সুধা চন্দ্রনের, ভিডিও দেখেই অবাক সকলে, ট্রোলের শিকার! মুখ খুললেন সুধা
Last Updated: Jan 06, 2026, 16:06 ISTকলকাতায় জানুয়ারি মাসের সর্বকালীন রেকর্ড সর্বনিম্ন তাপমাত্রা ৬.৭ ডিগ্রি সেলসিয়াস। ১৮৯৯ সালে। ২০১৩ সালে ৯ জানুয়ারি কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা হয়েছিল ৯ ডিগ্রি সেলসিয়াস। ২০০৩ সালের ২২ শে জানুয়ারি সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ১০ ডিগ্রি সেলসিয়াস এর নিচে। সর্বনিম্ন তাপমাত্রা সেদিন ছিল ৯.৩ ডিগ্রি সেলসিয়াস।
Last Updated: Jan 06, 2026, 10:56 IST