
India Attack on Pakistan Today: আজকের সবথেকে বড় খবর। পহেলগাঁও হামলার বদলা। ভারতের অপারেশন সিঁদুর। গুড়িয়ে দেওয়া হল পাকিস্তানের জঙ্গিঘাঁটি। মধ্যরাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে হামলা। পাকিস্তান ও POK-র ৯ জায়গায় হামলা। পাকিস্তানের পঞ্জাব প্রদেশের বহাওয়ালপুরে জঙ্গি ঘাঁটিতে অ্যাটাক। POK-র কোটলি, মুজফ্ফরাবাদে হামলা ভারতের। নিজের এয়ারস্পেস থেকেই হামলা ভারতীয় সেনার। স্থল-নৌ-বায়ুসেনার জয়েন্ট অপারেশন। রাত ১টা নাগাদ হামলা চালানো হয়। পহেলগাঁও হামলার বদলা। ভারতের অপারেশন সিঁদুর। গুঁড়িয়ে দেওয়া হল পাকিস্তানের জঙ্গিঘাঁটি। মধ্যরাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে হামলা। পাকিস্তান ও POK-র ৯ জায়গায় হামলা। পাকিস্তানের পঞ্জাব প্রদেশের বহাওয়ালপুরে জঙ্গি ঘাঁটিতে অ্যাটাক। POK-র কোটলি, মুজফ্ফরাবাদে হামলা ভারতের। নিজের এয়ারস্পেস থেকেই হামলা ভারতীয় সেনার। স্থল ও বায়ুসেনার জয়েন্ট অপারেশন। পহেলগাঁওয়ে স্ত্রীর সামনে খুন করা হয়েছিল স্বামীদের। নিহতদের শ্রদ্ধা জানিয়ে অভিযানের নাম -- অপারেশন সিঁদুর পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে আঘাত হানল ভারতীয় বাহিনী। কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জবাব দিল ভারত ৷ মঙ্গলবার গভীর রাতে পাকিস্তান এবং PoK-র বিভিন্ন জায়গা টার্গেট করে মিসাইল হামলা চালিয়েছে ভারতীয় সেনা ৷ যার নাম ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor) ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাতভর নিবিড়ভাবে গোটা অপারেশন পর্যবেক্ষণ করেছেন, যেখানে ভারতীয় সেনা পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত জম্মু ও কাশ্মীরে (পিওকে) ৯টি জঙ্গি লঞ্চপ্যাডে মিসাইল হামলা চালায়। সরকারি সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী দিল্লি থেকে গোটা অপারেশনের রিয়েল-টাইম আপডেট পর্যবেক্ষণ করেছেন এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে বাহাওয়ালপুরে জৈশ-ই-মহম্মদ (জেইএম) এবং মুরিদকেতে লস্কর-ই-তৈবা (এলইটি)-এর সদর দফতর-সহ ৯টি নির্দিষ্ট জঙ্গি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে।
Last Updated: May 07, 2025, 09:51 ISTelectoralsearch.eci.gov.in -এ ক্লিক করলেই দেখা যাবে ভোটারের নাম। SIR তালিকায় কীভাবে খুঁজবেন নিজের, পরিবারের সকলের নাম? CEO দফতরের ওয়েবসাইটে ইতিমধ্যেই বাদ যাওয়া নামের তালিকা প্রকাশ পেয়েছে। ওয়েবসাইটে লগ ইন করলেই দেখা যাচ্ছে বাতিল ভোটারদের নাম। ওয়েবসাইটে ক্লিক করে ডাউনলোড করা যাচ্ছে বাদ যাওয়া নামের তালিকা। কমিশন সূত্রে জানা গিয়েছে, প্রায় ৫৮ লক্ষ ২০ হাজার মানুষের নাম বাদ গিয়েছে তালিকা থেকে।
Last Updated: Dec 16, 2025, 17:31 ISTমঙ্গলবার কংগ্রেস সাংসদ ভামসি গাদ্দাম 'RG' লেখা একটি বিশেষ বাইকে সংসদে পৌঁছেছিলেন। তিনি বলেন যে তিনি সংসদে যে বাইকটি চালিয়ে গেছেন তা একটি বৈদ্যুতিক ব্যাটারি চালিত ক্যাফে রেসার-অনুপ্রাণিত বাইক যার নাম 'অ্যাটম বাইক'।
Last Updated: Dec 16, 2025, 16:21 ISTবহু দিনের প্রস্তুতি শেষে ফাইবারের বিশেষ প্রযুক্তিতে তৈরি এই বিশাল মূর্তিটি গভীর রাতে ক্রেনের মাধ্যমে স্থাপন করা হয় নির্দিষ্ট স্থানে। জানা গিয়েছে, শিল্পী মন্টি পালের উদ্যোগে নির্মিত হয়েছে এই অভূতপূর্ব মেসি মূর্তি
Last Updated: Dec 12, 2025, 00:00 ISTবরফের সাদা চাদরে ঢাকল রোহতাং, দেখুন ভিডিও
Last Updated: Dec 09, 2025, 20:18 ISTসেদিনই বিশ্বজয়ীর হাতে রাজ্য পুলিশের ডিএসপি পদে চাকরির নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ি কমিশনারেটের DSP পদে নিযুক্ত করা হয়েছে রিচাকে৷ বুধবার তিনি পৌঁছে যান শিলিগুড়ি কমিশনারেটে। সেখানেই রিচার হাতে তুলে দেওয়া হয় পুলিশের উর্দি।
Last Updated: Dec 05, 2025, 00:22 IST