আহমেদাবাদে বিমান বিপর্যয়ের ঘটনার পিছনে কোনও অন্তর্ঘাত নেই৷ প্রাথমিক তদন্তের পর সেরকম কোনও সম্ভাবনা খারিজ করে দিল তদন্তকারী বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সিগুলি৷ ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছে এনআইএ এবং এনএসজি-র আধিকারিকরা৷ ঘটনাস্থল থেকে ইতিমধ্যেই নমুনা সংগ্রহ করেছেন ফরেন্সিক বিশেষজ্ঞরা৷ তদন্ত করেছে এয়ারক্র্যাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো৷ এ দিন অসামরিক বিমান পরিবহণমন্ত্রী মন্ত্রী রামমোহন নায়ডু জানিয়েছেন, এয়ারক্র্যাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো ব্ল্যাক বক্স থেকে তথ্য উদ্ধারের চেষ্টা চালাচ্ছে৷