
যাঁরা বাইক হাতে পেলেই অজানার পথে ছুটে যেতে ভালোবাসেন, কিংবা ছুটি পেলেই একটু নির্জনতা খুঁজে বেড়ান, তাঁদের জন্য এই জায়গা হতে পারে একেবারে আদর্শ ঠিকানা। কালো পিচের রাস্তা, তার দু’পাশ জুড়ে ঘন সবুজ জঙ্গল। চারপাশে নেই শহরের কোলাহল, নেই যানজটের ব্যস্ততা। শুধু রাস্তা, প্রকৃতি আর আপনার বাইকের শব্দ। নির্জনতাই এই পথের সবচেয়ে বড় আকর্ষণ।