
পুরুলিয়া জেলার আদ্রা শহরের অন্যতম প্রাচীন ও গৌরবময় দুর্গাপুজো হল আদ্রা বাঙালি সমিতি সার্বজনীন দুর্গাপুজো। ১৯২০ সালে ব্রিটিশ শাসনের সময় সূচনা হওয়া এই মহোৎসব এবার ১০৬ বছরে পদার্পণ করল। পঞ্চকোট রাজবংশের তৎকালীন রাজা জ্যোতিপ্রসাদ সিং দেও -র সহায়তায় আদ্রা শহরের বুকে প্রথম সূচনা হয় এই পুজোর, যা আজও সমান নিষ্ঠা, ঐতিহ্য ও বাঙালিয়ানার আবহে পালিত হয়ে আসছে। এই পুজোর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল, আধুনিক থিম ও প্রযুক্তির ঝলকে আচ্ছন্ন না হয়ে, এটি এখনও অটুটভাবে ধরে রেখেছে তার সাবেকি রূপ ও প্রাচীন ঐতিহ্যবাহী রীতিনীতির নিখুঁত ছোঁয়া। কোনও থিমের আড়ম্বর নয়, বরং প্রাচীন বাংলার পুজো সংস্কৃতির নিখুঁত প্রতিচ্ছবি হয়ে ওঠে এই পুজো। সাবেক মণ্ডপসজ্জা, পুরাতনী আচার-অনুষ্ঠান ও একান্ত ঘরোয়া পরিবেশ…সব মিলিয়ে দর্শনার্থীদের মনে এক অনন্য সাংস্কৃতিক ছাপ ফেলে এই প্রাচীন পুজোর আয়োজন। পরম্পরা ও পবিত্রতাকে সম্মান জানিয়ে, শতবর্ষ পেরিয়ে আদ্রা বাঙালি সমিতির দুর্গাপুজো আজ শুধু একটি ধর্মীয় উৎসবই নয়, আদ্রার মাটিতে গেঁথে থাকা ইতিহাস, ঐতিহ্য ও আবেগের এক অনবদ্য মিলনক্ষেত্র
Last Updated: September 22, 2025, 15:21 ISTঅযোধ্যায়ের আকাশে ‘ধ্বজাত্তোলনে’ কার্যত আবেগতাড়িত মোদি। জানিয়ে দিলেন, ”শতাব্দীপ্রাচীন ক্ষত আজ নিরাময় হল। তাঁর কথায়, আগামী কয়েকশো বছর ধরে উড়বে এই নিশান।" বেলা ১১টা ৫০ নাগাদ শুরু হয় ধ্বজারোহণ পর্ব। ধীরে ধীরে নীচ থেকে মন্দিরে সর্বোচ্চ চূড়া পর্যন্ত উঠে যায় গেরুয়া ধ্বজা। গোটা প্রক্রিয়ার সময়ে আবেগঘন চোখে ধ্বজার দিকে তাকিয়ে থাকতে দেখা যায় প্রধানমন্ত্রী মোদিকে
Last Updated: November 25, 2025, 17:49 ISTবিয়ের মরশুম শুরু হতেই সুখবর! এবার ছাদনাতলায় জাদুকর পিসি সরকারের কন্যা মৌবনি সরকার। জোরকদমে চলছে বিয়ের প্রস্তুতি। আইবুড়ো ভাত দিয়ে শুরু, শেষ হবে পিসি সরকারের ম্যাজিক দিয়ে! কিন্তু পাত্রটি কে? সেই নিয়েই তোলপাড়! আগামী ৩০ নভেম্বর বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মৌবনি। পাত্র চন্দননগরের সৌম্য রায়। শনিবার সরকার বাড়িতে আইবুড়ো ভাত হল মৌবনির। তিন মেয়ের একসঙ্গে বিজ্ঞাপন দিলেও এক মেয়েই আপাতত বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন।
Last Updated: November 23, 2025, 20:31 ISTএই অনুষ্ঠানের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে, যেখানে ঐশ্বর্য রাই বচ্চন মঞ্চে উঠে সরাসরি প্রধানমন্ত্রী মোদির কাছে হেঁটে যান। এরপর তিনি প্রণাম করে তাঁর পা ছুঁয়েছেন। প্রধানমন্ত্রী মোদি প্রথমে ঐশ্বর্য সামনে হাত জোড় করেন তারপর তাঁর মাথায় হাত রেখে আশীর্বাদ করেন। এই ভিডিওটি ভাইরাল হয়েছে।
Last Updated: November 19, 2025, 20:33 ISTজেলা পাচ্ছে নতুন এসি লোকাল, এই নিয়ে তৃতীয় এসি লোকালের চাকা গড়াবে নদীয়া থেকে। তবে শীতকালে এসি লোকালের উদ্বোধনে মিশ্র প্রতিক্রিয়া সাধারণ মানুষের। অনেকেই মনে
Last Updated: November 19, 2025, 17:49 ISTছেলেমেয়েরা একজোট হয়ে গাইলেন গান, জ্বলে উঠল হাজার হাজার মোবাইলের টর্চ লাইট, জন্মদিনে জুবিন গর্গকে স্মরণ
Last Updated: November 18, 2025, 23:22 IST