পুরুলিয়া জেলার আদ্রা শহরের অন্যতম প্রাচীন ও গৌরবময় দুর্গাপুজো হল আদ্রা বাঙালি সমিতি সার্বজনীন দুর্গাপুজো। ১৯২০ সালে ব্রিটিশ শাসনের সময় সূচনা হওয়া এই মহোৎসব এবার ১০৬ বছরে পদার্পণ করল। পঞ্চকোট রাজবংশের তৎকালীন রাজা জ্যোতিপ্রসাদ সিং দেও -র সহায়তায় আদ্রা শহরের বুকে প্রথম সূচনা হয় এই পুজোর, যা আজও সমান নিষ্ঠা, ঐতিহ্য ও বাঙালিয়ানার আবহে পালিত হয়ে আসছে। এই পুজোর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল, আধুনিক থিম ও প্রযুক্তির ঝলকে আচ্ছন্ন না হয়ে, এটি এখনও অটুটভাবে ধরে রেখেছে তার সাবেকি রূপ ও প্রাচীন ঐতিহ্যবাহী রীতিনীতির নিখুঁত ছোঁয়া। কোনও থিমের আড়ম্বর নয়, বরং প্রাচীন বাংলার পুজো সংস্কৃতির নিখুঁত প্রতিচ্ছবি হয়ে ওঠে এই পুজো। সাবেক মণ্ডপসজ্জা, পুরাতনী আচার-অনুষ্ঠান ও একান্ত ঘরোয়া পরিবেশ…সব মিলিয়ে দর্শনার্থীদের মনে এক অনন্য সাংস্কৃতিক ছাপ ফেলে এই প্রাচীন পুজোর আয়োজন। পরম্পরা ও পবিত্রতাকে সম্মান জানিয়ে, শতবর্ষ পেরিয়ে আদ্রা বাঙালি সমিতির দুর্গাপুজো আজ শুধু একটি ধর্মীয় উৎসবই নয়, আদ্রার মাটিতে গেঁথে থাকা ইতিহাস, ঐতিহ্য ও আবেগের এক অনবদ্য মিলনক্ষেত্র
Durga Puja: ব্রিটিশ আমলে শুরু, পুরুলিয়ার বাঙালি সমিতির দুর্গাপুজোর ঐতিহ্য আজও অটুট
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷