
পুরুলিয়া জেলার আদ্রা শহরের অন্যতম প্রাচীন ও গৌরবময় দুর্গাপুজো হল আদ্রা বাঙালি সমিতি সার্বজনীন দুর্গাপুজো। ১৯২০ সালে ব্রিটিশ শাসনের সময় সূচনা হওয়া এই মহোৎসব এবার ১০৬ বছরে পদার্পণ করল। পঞ্চকোট রাজবংশের তৎকালীন রাজা জ্যোতিপ্রসাদ সিং দেও -র সহায়তায় আদ্রা শহরের বুকে প্রথম সূচনা হয় এই পুজোর, যা আজও সমান নিষ্ঠা, ঐতিহ্য ও বাঙালিয়ানার আবহে পালিত হয়ে আসছে। এই পুজোর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল, আধুনিক থিম ও প্রযুক্তির ঝলকে আচ্ছন্ন না হয়ে, এটি এখনও অটুটভাবে ধরে রেখেছে তার সাবেকি রূপ ও প্রাচীন ঐতিহ্যবাহী রীতিনীতির নিখুঁত ছোঁয়া। কোনও থিমের আড়ম্বর নয়, বরং প্রাচীন বাংলার পুজো সংস্কৃতির নিখুঁত প্রতিচ্ছবি হয়ে ওঠে এই পুজো। সাবেক মণ্ডপসজ্জা, পুরাতনী আচার-অনুষ্ঠান ও একান্ত ঘরোয়া পরিবেশ…সব মিলিয়ে দর্শনার্থীদের মনে এক অনন্য সাংস্কৃতিক ছাপ ফেলে এই প্রাচীন পুজোর আয়োজন। পরম্পরা ও পবিত্রতাকে সম্মান জানিয়ে, শতবর্ষ পেরিয়ে আদ্রা বাঙালি সমিতির দুর্গাপুজো আজ শুধু একটি ধর্মীয় উৎসবই নয়, আদ্রার মাটিতে গেঁথে থাকা ইতিহাস, ঐতিহ্য ও আবেগের এক অনবদ্য মিলনক্ষেত্র
Last Updated: September 22, 2025, 15:21 ISTelectoralsearch.eci.gov.in -এ ক্লিক করলেই দেখা যাবে ভোটারের নাম। SIR তালিকায় কীভাবে খুঁজবেন নিজের, পরিবারের সকলের নাম? CEO দফতরের ওয়েবসাইটে ইতিমধ্যেই বাদ যাওয়া নামের তালিকা প্রকাশ পেয়েছে। ওয়েবসাইটে লগ ইন করলেই দেখা যাচ্ছে বাতিল ভোটারদের নাম। ওয়েবসাইটে ক্লিক করে ডাউনলোড করা যাচ্ছে বাদ যাওয়া নামের তালিকা। কমিশন সূত্রে জানা গিয়েছে, প্রায় ৫৮ লক্ষ ২০ হাজার মানুষের নাম বাদ গিয়েছে তালিকা থেকে।
Last Updated: December 16, 2025, 17:31 ISTমঙ্গলবার কংগ্রেস সাংসদ ভামসি গাদ্দাম 'RG' লেখা একটি বিশেষ বাইকে সংসদে পৌঁছেছিলেন। তিনি বলেন যে তিনি সংসদে যে বাইকটি চালিয়ে গেছেন তা একটি বৈদ্যুতিক ব্যাটারি চালিত ক্যাফে রেসার-অনুপ্রাণিত বাইক যার নাম 'অ্যাটম বাইক'।
Last Updated: December 16, 2025, 16:21 ISTবহু দিনের প্রস্তুতি শেষে ফাইবারের বিশেষ প্রযুক্তিতে তৈরি এই বিশাল মূর্তিটি গভীর রাতে ক্রেনের মাধ্যমে স্থাপন করা হয় নির্দিষ্ট স্থানে। জানা গিয়েছে, শিল্পী মন্টি পালের উদ্যোগে নির্মিত হয়েছে এই অভূতপূর্ব মেসি মূর্তি
Last Updated: December 12, 2025, 00:00 ISTবরফের সাদা চাদরে ঢাকল রোহতাং, দেখুন ভিডিও
Last Updated: December 09, 2025, 20:18 ISTসেদিনই বিশ্বজয়ীর হাতে রাজ্য পুলিশের ডিএসপি পদে চাকরির নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ি কমিশনারেটের DSP পদে নিযুক্ত করা হয়েছে রিচাকে৷ বুধবার তিনি পৌঁছে যান শিলিগুড়ি কমিশনারেটে। সেখানেই রিচার হাতে তুলে দেওয়া হয় পুলিশের উর্দি।
Last Updated: December 05, 2025, 00:22 IST