দুর্গাপুর ধর্ষণকাণ্ডে এবার মুখ খুললেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। দুর্গাপুরে বেসরকারি মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ নিয়ে ইতিমধ্যেই ৬ জনের মধ্যে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তদের দুর্গাপুরের কাছে শোভাপুর থেকে গ্রেফতার করা হয়েছে। তাদের থেকে ছাত্রীর মোবাইল ফোন পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে। কলেজের পক্ষ থেকে জানা গিয়েছে, শুক্রবার রাতে ৭টা ৫৮ মিনিটে রাতের খাবার খেতে বন্ধুর সঙ্গে কলেজ ক্যাম্পাস থেকে বেরিয়ে জঙ্গলে যান ওই ছাত্রী। এর মধ্যে একজন রাতে ৮টা ৪২ নাগাদ ফিরে আসেন। নির্যাতিতা রাত ৮টা ৪৮ নাগাদ ফের ক্যাম্পাসের বাইরে যান। পরে বন্ধুর সঙ্গে ওই নির্যাতিতা ফিরে আসেন রাত ৯টা ২৯ নাগাদ। পরে অসুস্থ হয়ে পড়ে ছাত্রী। জায়গাটি ঘিরে গিয়েছে পুলিশ। ঘটনাস্থলে ড্রোন উড়িয়ে তল্লাশি চালানো হয়, আসেন ফরেন্সিক বিশেষজ্ঞরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷